নিজস্ব প্রতিবেদক, হাওড়া: হাওড়ার শিবপুর থানা এলাকার কাজীপাড়ায় প্রকাশ্য দিবালোকে এক আইনজীবীর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালাল দুষ্কৃতিরা। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, হাইকোর্টের ওই আইনজীবীর উপর প্রকাশ্য রাস্তায় হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, এদিন তনভীর আলম নামের ওই আইনজীবী এক বন্ধুর সঙ্গে বাড়ির পাশে একটি চা দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। সেই সময় দু’জনে হেঁটে এসে আচমকাই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
তাঁর বাঁ হাত এবং পিঠের বিভিন্ন জায়গা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সেই সময় তিনিও নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। ওই ঘটনা দেখে আর একজন এসে তাঁকে বাঁচাবার চেষ্টা করলেও আহত হয়েছেন দুজনই। খবর পেয়ে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে গোটা ঘটনা। সিসিটিভি এর সূত্র ধরে হাওড়া সিটি পুলিশ দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে। কি কারণে আইনজীবীর উপরে হামলা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct