আপনজন ডেস্ক: করোনা ভাইরাসের সঙ্গে বিজেপিকে তুলনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারথীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহর সমর্থনে এক নির্বাচসী জনসভায় সোমবার অভিষেক বললেন, ‘করোনার মতোই বিজেপিও ভাইরাস, ৩০-এ দিন প্রথম ডোজ, ২০২৪-এ দ্বিতীয়’। দিনহাটার সংহতি ময়দানে নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। আর তার বিরুদ্ধে প্রতিরোধকারী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে ধরেন। একদিকে রাজ্য বিজেপি নেতাদেরকে অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি নেতাদেরকে নিশানা করেন অভিষেক।
কেন্দ্রের শাসকদলকে তুলোধনা করে এদিন অভিষেক বলেন, ‘বিজেপিও করোনার মতোই ভাইরাস। কোভ্যাক্সিন, কোভিশিল্ড করোনার ভ্যাকসিন। আর বিজেপির ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ তারিখে প্রথম ডোজ দিন। ২০২৪-এ দ্বিতীয় ডোজ দেবেন।’
এদিন অভিষেকের নিশানা থেকে বাদ যাননি গরুর দুধে সোনা ‘আবিষ্কারক’ দিলীপ ঘোষও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে বিঁধে এদিন তৃণমূল সাংসদ বলেন, ‘যিনি গরুর দুধে সোনার কথা বলেছিলেন, তাঁকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’ একইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, কোচবিহারে এসে অমিত শাহ নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার একটাই রক্ষা করতে পারেননি। তার টিকি পাওয়া যাচ্ছে না। কিন্তু তৃণমূল কথা দিরে কথা রাখে বলে জাহির করে অভিষেক বলেন, অাগামী দিনে দেশকে পথ দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: