আপনজন ডেস্ক: গত শারদীয়া দুর্শ্বেগা পুজোর সময় কলকাতার শ্ররীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপত্য দুবাইয়ের বুর্জ খলিফার আদলে। শুধু তাই নয়, সেখানে সন্ধ্যাপার পর আলোকসজ্জা দেম জুড়ে নজর কাড়ে। এমন কী সেই খবর দুবাইয়ে পৌছছে যাওয়ায় বুর্জ খলিফা কর্তৃপক্ষ জানিয়েছে। এবার বুর্জ খলিফা সেজে উঠেছে তেলেঙ্গানার মানুষদের আরও এক উৎসব বাথুকাম্মা উৎসবের সাজে। বুর্জ খলিফার স্ক্রিনে অস্কারপ্রাপ্ত সুরকার এ আর রহমানের সুরে ‘আলিপুলা ভেনেলা’ গানও প্রচার করা হয়েছে।
তেলেঙ্গানার ফুলের উৎসব বথুকাম্মার রঙে আলোকিত হয়ে বিশ্ববাসীর নজর কেড়ে নেয় বুর্জ খলিফা। বাথুকাম্মা উপলক্ষে বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনে আয়োজন করা হয় এক অভিনব লাইট শোয়ের।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে প্রাক্তন সংসদ সদস্য কবিতা কালভাকুন্তলার উদ্যোগে এই লাইট শোয়ের আয়োজন করা হয়।
তেলেঙ্গানার সংস্কৃতির সঙ্গে জড়িত বাথুকম্মা উৎসবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষে কবিতা এই উদ্যোগ নেন বলে রবিবার এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কবিতা ‘তেলেঙ্গানা জাগৃতি’ নামে একটি সাংস্কৃতিক ও সাহিত্যিক সংগঠনের প্রধান। পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনের সময় এই সংগঠনটি গঠিত হয়েছিল। তেলেঙ্গানার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উদযাপনের জন্য কাজ করে সংগঠনটি।
তেলেঙ্গানা জাগৃতির পরিচালনায় এবারের বাথুকাম্মা উৎসবের সংস্করণটি ছিল বেশ অনন্য। এ আর রহমানের সুরে ’আলিপুলা ভেনেলা’ গানের ভিডিও ছাড়াও বুর্জ খলিফার স্ক্রিনে ‘জয় হিন্দ’ এবং ‘জয় তেলেঙ্গানা’ স্লোগানও বাজানো হয়েছে।
নিজের টুইটারে এই অনুষ্ঠানে ভিডিও শেয়ার করেছেন কবিতা কালভাকুন্তলা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct