অরিন্দম হরি, হিঙ্গলগঞ্জ: সিপিএম বিজেপিতে বড় ধস হিঙ্গলগঞ্জে। বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর বিজেপির উঁচু স্তরের কর্মীরা নিচু স্তরের কর্মীদের সঙ্গে কোন যোগাযোগ রাখছে না। তাদের সমস্যার কথা শুনছে না তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো শতাধিক পরিবার।
রবিবার সন্ধ্যা বেলায় হিঙ্গলগঞ্জের রূপমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও উদয়ন সংঘের বাজারে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজী, রূপমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজারী লাল মন্ডল, যুব সভাপতি রাম কৃষ্ণ হালদার সহ একাধিক তৃণমূলের নেতৃত্ব বৃন্দ। এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের শেষে রূপমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে সিপিআইএম ও বিজেপি ছেড়ে প্রায় চারশো পরিবার তৃণমূলে যোগদান করেন। এদিন এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূল নেতা শহীদুল্লাহ গাজীর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন যোগদানকারী কর্মীরা। গৌতম হালদার নামে এক কর্মী বলেন,'বিধানসভা ভোটে আমরা বিজেপির হয়ে কাজ করেছিলাম, ভোটে হেরে যাওয়ার পর আমাদের উপর অনেক অত্যাচার হয়েছিল আমরা বিজেপি উঁচু স্তরের কর্মীদের বারবার করে ফোন করে জানিয়েছিলাম কিন্তু ওরা আমাদের কোন সাহায্য সহযোগিতা করেনি, এমনকি ওরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করত, তাই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম'। হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, বিজেপি একটি সুবিধাবাদী দল, সেই জন্য মানুষ ওদের ভোট দেয়নি, কিছু কর্মী এদের হয়ে কাজ করেছিল পরে ওদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাই ওরা মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হয়ে তৃণমূলে যোগদান করল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct