আপনজন ডেস্ক: মশা এখন বড় যন্ত্রণার বিষয়। মশার কামড়ে ডেঙ্গু ভয়াবহ আকার নিতে পারে। তাই মশা তাড়াতে নানা ধরনের ধূপ, কযেল বা লিক্যুইড ব্যবহার করা হয়ে থাকে। মশা তাড়াতে ধূপ বা লিকুইডেটর জ্বালানো যায় ঠিকই। তবে সেটা যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেটা মানেন সকলেই। তবে মশা তাড়াতে অবলম্বন করা যায় কিছু ঘরোয়া উপায়ও। একনজরে সেগুলো দেখে নেওয়া যাক।
১. রসুনের গন্ধ মশারা সহ্য করতে পারে না৷ তাই কয়েক কোয়া রসুন জলে ফুটিয়ে নিন৷ সেই ফোটানো জলকে ঠান্ডা করে একটা বোতলে ভরে নিন ৷ ঘরের কোণে, পর্দার পিছনে, ছাদে, বারান্দায় ছড়িয়ে দিন ৷ এমনকী, দরকার পড়লে গায়েও মেখে নিতে পারেন৷ মশা দূরে থাকবে।
২. একটি পাত্রে কর্পূর জ্বালিয়ে ঘরে রেখে দিন৷ তবে সেই সময় ঘরের জানলা এবং দরজা বন্ধ রাখতে হবে। ১৫ মিনিট বাদে জানলা–দরজা খুলে দিন৷ দেখবেন ধুয়োর সঙ্গে মশাও বেরিয়ে যাবে৷
৩. নিমপাতা রোদে শুকিয়ে নিন। তারপরে ধুনুচিতে শুকনো নিমপাতা নিয়ে জ্বালিয়ে দিন৷ ঘরের মধ্যে ধুনুচি রেখে জানলা দরজা বন্ধ করে দিন ৷ কিছুক্ষণ বাদে দরজা জানলা খুলে দিন৷ মশা গায়েব।
৪. একটা বাটিতে জলের মধ্যে পুদিনা পাতা রেখে ফুটিয়ে নিন৷ সেই ধুয়ো ভালে করে ঘরের মধ্যে ছড়িয়ে দিন৷ জল ছিটিয়ে দিন ঘরের কোণায়। দেখবেন মশা চলে গিয়েছে৷
৫. ঘরের মধ্যে টবে তুলসি গাছ রাখলে মশা আসে না।
৬. ঘর মোছার জলে কিছুটা নুন মিশিয়ে দিন৷ এতে মশা, মাছি ঘরে আসবে না৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct