সেক আনোয়ার হোসেন, হলদিয়া: হলদিয়ার রানিচকে অবস্থান বিক্ষোভ করল পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ। মেদিনীপুর বাংলা পক্ষ এরাজ্যের ভূমিপুত্রদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে। হলদিয়া রানিচকে ডকের নাম পরিবর্তন করে সতীশ সামন্ত করার ও ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাতে গিয়ে সংগঠনের তরফে কেন্দ্রীয় কমিটির শীর্ষ পরিষদ সদস্য অমিত সেন বলেন, “কংগ্রেস শাসিত রাজস্থান, কংগ্রেস-শিবসেনা শাসিত মহারাষ্ট্র, বিজেপি জোট শাসিত হরিয়ানা, বিজেপি শাসিত গুজরাট, ওয়াই এসআর কংগ্রেস শাসিত অন্ধ্রপ্রদেশ, তাছাড়া তেলেঙ্গানা, কর্নাটকসহ প্রায় প্রতিটি রাজ্য চাকরি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ করেছে। কোথাও ৭৫ শতাংশ। কোথাও ৮০ থেকে৮৫ শতাংশ। সরকারি বা বেসরকারি দুই ক্ষেত্রেই।” কিন্তু করা বাংলার ভূমিপুত্র? ১৫-২০ বছর যাঁরা বাংলায় আছে তাঁরাই ভূমিপুত্র। সেক্ষেত্রে সাঁওতাল, কোচ, নেপালি এমনকী বিহারী, মারোয়াড়ীরাও ভূমিপুত্র। তাঁদের সমস্ত কিছুতেই অধিকার আছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct