আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটা করে ঘোষণা করেছেন. দেশের ১০০ কোটি মানুষের করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তা নিয়ে বিরোধীরা ইতিমধ্যে প্রবল সমালোচনা করেছে। এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একশো কোটি করোনার ডোজকে জুমলা বা মিথ্যা ভাঁওতা বলে অভিহিত করলেন। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সোমবার। তার আগে রবিবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে মমতা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। একদিকে যখন মোদির ১০০ কোটি টিকা দেওয়ার তত্ত্ব নিয়ে কটাক্ষ করলেন, তেমনি টিকা নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে বললেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রকে টিকা দেওয়া হোক আপত্তি নেই। কিন্তু বাংলাকে কেন পর্যাপ্ত পরিমাণে টিকা দেওয়া হবে না? আমরা ভ্যাকসিন কিনতে চেয়েছিলাম, তাও দেয়নি।
উত্তরবঙ্গ সফর শেষে মমতার গোয়া সফরে যাওয়ার কথা। এই প্রথমবার গোয়া সফর করার আগে ফের সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির চরম সমালোচনা করলেন। করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বলেন, দেশে বলা হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। কিন্তু, সারা দেশজুড়ে ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯ কোটি মানুষ। টিকা নিয়েও জুমলা করছে, হ-য-ব-র-ল।
এর উদাহরণ হিসেবে তিনি নিজের রাজ্যে করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে তথ্য তুলে ধরেন। এ নিয়ে মমতা বলেন, পশ্চিমবাংলা এখনও পর্যন্ত দিতে পেরেছি ৭ কোটি টিকা। কিন্তু দরকার ১৪ কোটি টিকা। সাত কোটি টিকা পেয়ে ডাবল ডোজ দিতে না পারলে কী করে একশো শতাংশ টিকার দেওয়অর কথা বলা যাবে সেই প্রশ্ন তোলেন তিনি। পেয়েছি ৭ কোটি
সবাইকে ডবল ডোজ না দিতে পারলে ১০০ শতাংশ বলব কী করে? তা মমতা অকপটে বলে, সত্যি কথা বলা ভাল। সত্যি আড়াল করা ঠিক নয়
দেশে বলা হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। অথচ ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯ কোটি মানুষ।
অন্যদিকে, করোনার টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি থাকায় কেন করোনা মৃতদের ডেথ সার্টিফিকিটে কেন মোদির ছবি থাকবে না সেই প্রশ্ন ফের তোলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct