আপনজন ডেস্ক: বাংলাদেশে শীঘ্রই সেদেশে সংখ্যালঘু সুরক্ষা আইন চালু হতে চলেছে। এমনই আশ্বাস দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। আনিসুল হক বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন চালু করা বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আসামিরা ধরা পড়েছে, তদন্তও চলছে। রবিবার ঢাকায় বিচারক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনিসুল হক এ কথা বলেন।
বাংলাদেশের আইনমন্ত্রী বলেন, জনগণের আস্থা ধরে রাখতে বিচারপতিদের গুরুত্ব অনেক। বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক মামলা লেপের তলায় আটকে ছিলো, এই সরকার ক্ষমতায় আসার পরে এই মামালাগুলোর ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী বছরে ৬ লাখ মামলা নিরসন করা হবে।
আনিসুল অভিযোগ করেন, দেশেকে অস্থিতিশীল করতেই সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা করা হয়েছে। এর সাথে জড়িতরা যে দলেরই হোক না কেনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কেউ যদি ব্যক্তি স্বার্থে অন্যায় করে তাদেরও বিচারের আওতায় আনা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct