মনিরুজ্জামান, খড়দহ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খড়দহ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাজল সিনহা। কিন্তু পরে কোভিডে কাজল সিনহা প্রয়াত হওয়ায় উপনির্বাচনের দরকার হয়ে পড়ে খড়দহ কেন্দ্রে। আগামী ৩০ অক্টোবর আর তিনটি বিধানসভার উপনির্বাচনের মতোই উপনির্বাচন হতে চলেছে খড়দহ বিধানসভা কেন্দ্রে।এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে।২৪ অক্টোবর, রবিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি সম্রাট চট্টোপাধ্যায়ের নির্দেশে খড়দহ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে সংগঠনের সহ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদিকা হিমেলী পাল,কোষাধ্যক্ষ মনীন্দ্রনাথ মন্ডল, অমিতাভ মৈত্র,অসীমকুমার নন্দ,শুভদীপ চৌধুরী, বিপ্লব হালদারসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এবং সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন।শোভনদেব চট্টোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে শিক্ষক শিক্ষিকাদের দেখতে পেয়ে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে সমর্থন জানান।সংগঠনের শিক্ষক শিক্ষিকারা কোভিড বিধি মেনে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ৩ নম্বর বোতাম টিপে ভোটদানের আবেদন জানান।উল্লেখ্য ভোটিং মেশিনের এই ৩ নম্বরেই নাম আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct