সেক আনোয়ার হোসেন, তমলুক: দক্ষিণ-পূর্ব শাখায় লোকাল ট্রেন চালুর করার দাবি সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি বেসরকারীকরণের বিরুদ্ধে শনিবার নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক স্টেশনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন নাগরিক প্রতিরোধ মঞ্চের তমলুক কমিটির সম্পাদক সুমিত রাউত।
এইদিন সুমিত বলেন ২০২০ সালের মার্চ মাস থেকে করোণা সংক্রমণ বন্ধ করতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বর্তমানে স্টাফ স্পেশাল চললেও সাধারণ জনগণের সে ট্রেনে ওঠার সুযোগ নেই। বিভিন্ন কাজের সূত্রে এবং পেটের ভাত জোগাড় করতে যাদের প্রতিদিন যাতায়াত করতে হয়, তাদের অবস্থা দিনদিন সংকটজনক হচ্ছে। এখন বিভিন্ন সভা -ধর্মীয় অনুষ্ঠান- বাজার হাট- ব্যাংক খোলা থাকলেও লোকাল ট্রেন চলছে না।রেল দপ্তর ও রাজ্য সরকারের সেক্ষেত্রে কোন সদর্থক উদ্যোগ নেই। আবার কেন্দ্রীয় সরকার রেলসহ রাষ্ট্রীয় সংস্থা গুলিকে বেসরকারিকরণ করছে। আমরা দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে আসছি। অথচ সে ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আগামী ২৫ অক্টোবর সোমবার খরগোপুর দক্ষিণ-পূর্ব রেলের ডি আর এম এর কাছে নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশনে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
ট্রেন না চালানো হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মঞ্চের পক্ষ থেকে। এদিন বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ প্রদর্শন চলে। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জ্ঞানানন্দ রায়,সেক সমির উদ্দিন, রতন সাঁতরা,অসীম সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct