গত বুধবার গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের সময় সহকর্মী নার্সদের ওপর পুলিশ গুলি চালিয়েছে অভিযোগ উঠেছে। সরকার দাবি করে আসছে নিরাপত্তা বাহিনী তাজা গুলি ব্যবহার করেনি। এবার তারা সব ধরণের বিক্ষোভই নিষিদ্ধ করে দিয়েছে।
দ্য সোয়াজি নিউজ টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতে দেখা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের নাহলানগো হেলথ সেন্টারের নার্সরা বিক্ষোভ করছেন। তিনটি হাসপাতালের নার্সরা বিক্ষোভ করছেন বলে শুক্রবার জানা গেছে।
এই সপ্তাহের আগের দিকে স্বাস্থ্যকর্মীসহ সরকারি সেক্টরের কর্মীরা জীবনমানের উন্নয়নের দাবির আবেদনপত্র পার্লামেন্টে জমা দিতে যান। সোয়াজিল্যান্ড ডেমোক্র্যাটিক নার্সেস ইউনিয়ন (এসডিএনইউ) বলেছে, সেখানে এসব কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।