আপনজন ডেস্ক: ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয় যেটা হলো দেশলাই। অতি প্রয়োজনীয় একটা বস্তু। প্রতিটা গৃহস্থ বাড়িতেই থাকে এটা। না হলে জ্বলবে না আগুন। সেই দেশলাই এর শেষ বার দাম বেড়েছিল ২০০৭ সালে। ১৪ বছর পর আবার বাড়তে চলছে দেশলাইয়ের দাম। প্রসঙ্গত, ২০০৭ সালে ৫০ পয়সা থেকে বেড়ে দেশলাই বাক্সের দাম হয়েছিল এক টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া দাম। এ বার একটি দেশলাই বাক্সের দাম এক টাকার পরিবর্তে বিক্রি হবে দু’টাকায়।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, কাঁচামালের দাম বাড়িয়েছে, সেই কারণেই দ্বিগুণ দামে কিনতে হবে দেশলাই।
অল ইন্ডিয়া চেম্বার অফ ম্যাচস ঘোষণা করেছে যে দেশলাইয়ের দামবৃদ্ধি করার সিদ্ধান্ত ১৪ বছর পরে নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা আরও উল্লেখ করেছেন যে ক্রমবর্ধমান মূল্যস্ফীতিকে বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশলাই কাঠি প্রস্তুতকারকদের মতে, একটি দেশলাইয়ের বাক্স তৈরি করতে ১৪টি বিভিন্ন ধরনের কাঁচামালের প্রয়োজন হয়। এই ধরনের অনেক উপকরণের দাম গত ১৪ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে, যার ফলে দেশলাইয়ের দাম বাড়াতে বাধ্য হয়েছেন তাঁরা।
প্রস্তুতকারক কোম্পানির বক্তব্য, দেশলাই তৈরি করতে যে ১৪টি কাঁচামাল লাগে, তার অধিকাংশেরই দাম বেড়েছে সাম্প্রতিক কালে। যেমন, রেড ফসফরাসের দাম ৪২৫ টাকা থেকে বে়ড়ে হয়েছে ৮১০ টাকা। ৫৮ টাকার পরিবর্তে মোম বিকোচ্ছে ৮০ টাকায়। শুধু তাই নয়, বাক্স তৈরির কাগজ, স্প্লিন্ট, পটাশিয়াম ক্লোরেট, সালফারের দামও বেড়েছে গত ১০ অক্টোবরের পর।
ন্যাশনাল স্মল ম্যাচবক্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভিএস সেতুরথিনম জানিয়েছেন, বর্তমানে ৬০০ দেশলাই বাক্স বিক্রি করা হয় ২৭০-৩০০ টাকায়। ওই দাম ৬০ শতাংশ বেড়ে হচ্ছে ৪৩০-৪৮০ টাকা। এ ছাড়াও রয়েছে ১২ শতাংশ জিএসটি এবং পরিবহণ খরচ।
আরও পড়ুন: