আপনজন ডেস্ক: মধ্যবিত্তের হাতে জন্য সস্তায় মোবাইল তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পলন করল নোকিয়া। কম দামের নতুন ফোন আনল তারা। তাদের নতুন মডেলটি হল নোকিয়া সি ৩০। এর দাম ১০৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি। নতুন মডেলের এই ফোনে রয়েছে ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিসপ্লে। রয়েছে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেলের। ৩ ও ৪ জিবি রাম ভার্সনে ডিভাইসটি বাজারে পাওয়া যাচ্ছে। স্টোরেজ মিলবে ৩২ ও ৬৪ জিবি। সবুজ এবং সাদা এই দুই কালার ভ্যারিয়্যান্টে ফোনটি পাওয়া যাবে। ফোন চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। ফোনে রয়েছে একটি ৬.৮২ ইঞ্চির এইচডি ডিসপ্লে।যার ব্রাইটনেস ৪০০ নিটস পিক এবং এনটিসি কালার গ্যামুট ৭০% । পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর ইউনিসক প্রসেসরের সাহায্যে। এছাড়াও, ফোনে থাকছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজাররা। অপটিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে দুটি ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct