খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। এরপর বংশীহারী থানার পুলিশের তৎপরতায় উঠে যায় অবরোধ। শুরু হয়ে যান চলাচল এবং স্বাভাবিক হয় পরিস্থিতি। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দক্ষিণ দিনাজপুর জেলার পাশের জেলা মালদায়। সাইকেল চোর সন্দেহে দিন কয়েক আগে মালদায় এক স্কুল শিক্ষককে বেধড়ক মারধর করেন এক ব্যক্তি বলেই অভিযোগ। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই হাই স্কুলে কর্মরত শিক্ষক। আহত শিক্ষকের নাম সুদীপ টুডু। তার বাড়ি মালদা জেলার গাজোল থানার অন্তর্গত মালডাঙ্গা গ্রামে। শুক্রবার এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’ এর সদস্যরা মালদা যাওয়ার পথে প্রশাসনের তরফে তাদের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত দৌলতপুর এবং মেহেন্দি পরা এলাকায় আটকে দেয়া হয়।এর পরেই আদিবাসী সম্প্রদায়ভুক্ত কয়েকশো মানুষ বুনিয়াদপুর বাসষ্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বংশীহারী থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এবিষয়ে এক পথ অবরোধ কারী জানান, আমাদের এক আদিবাসী ভাইকে বিনা অপরাধে, সাইকেল চোর অপবাদ দিয়ে মারধর করা হয়েছে মালদা মালঞ্চ এলাকায়। আজ আমরা সেখানেই যাচ্ছিলাম। আমরা কোন গণ্ডগোল বা মারামারি করার জন্য সেখানে যাচ্ছিলাম না।
আমাদের সেই আদিবাসী ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা সেখানে যাচ্ছিলাম। কিন্তু যাবার পথে আমাদের প্রশাসনের তরফে রাস্তা আটকে দেয়া হয়। পাশাপাশি কেন আদিবাসীদের উপরে বারবার এই ভাবে অত্যাচার তথা মারধর চালানো হচ্ছে তারই প্রতিবাদে আজ আমরা পথ অবরোধে সামিল হয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct