আজিজুর রহমান,গলসি: গলসির পুরসা গ্রামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল বৃহস্পতিবার বিকালে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে গলসি এলাকায়। ঘটনার জেরে আস পাশ তথা পুরসা গ্রামের মানুষজন ভির জমান পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গেছে, ছুরি বা কাঁচি জাতীয় কোন ধারালো অস্ত্র দিয়ে পাঁজরে আঘাত করায় মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের নাম সফিউল ইসলাম মন্ডল ওরেফে কাঞ্চন। বয়স আনুমানিক ৩৯ বছর। তিনি গলসি থানার পুরসা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা সেখ ফিরোজ আহম্মেদ জানিয়েছেন, এদিন বৈকাল চারটা নাগাদ গ্রামের ভিতরে হঠাতই সফিউলকে মাটিতে পরে কাতরাতে দেখে তিনি ছুটে যান। তখনই তিনি জানতে পারেন ধারলো ছুরি বা কাঁচি জাতীয় কোন অস্ত্র দিয়ে কাঞ্চনের পাঁচরের কাছে আধাত করে গ্রামের যুবক ফিরোজ মল্লিক। তবে ঠিক কি কারনে সফিউলকে অস্ত্র দিয়ে আঘাত করে ফিরোজ তা তিনি জানেন না। তারপরই তিনি প্রতিবেশিদের সাহায্য নিয়ে টোটো করে সফিউলকে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে নিয়ে আসেন। তিনিই খবর দেন সফিউলের বাড়ির লোকজনকে। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মারা যান সফিউল। খবর পেয়ে পুরসা গ্রাম ও হাসপাতালে গলসি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ঘটনায় অভিযুক্ত ফিরোজ মল্লিক আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সাথে সাথে মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় পুলিশ। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct