আপনজন ডেস্ক: উত্তর কোরিয়া নিশ্চিত করেছে যে মঙ্গলবার তারা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, নিয়ন্ত্রণের জন্য তাতে অত্যাধুনিক কিছু প্রযুক্তি রয়েছে, যার ফলে এটিকে অনুসরণ করা কঠিন।
গত কয়েক সপ্তাহে ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যার মধ্যে হাইপারসনিক ও দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্রের পরীক্ষার ওপর জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞার মধ্যেই উত্তর কোরিয়া এসব পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়েও বড় হুমকি বলে মনে করা হয়। কারণ এগুলো অনেক বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে পারে। এগুলোর পাল্লাও অনেক দীর্ঘ হয় এবং এসব ক্ষেপণাস্ত্র দ্রুত উড়তে পারে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়াতে বুধবার বলা হয়েছে, তাদের এই নতুন ক্ষেপণাস্ত্রটি নিয়ন্ত্রণের জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি, যার ফলে এটি সোজা থেকেও ডানে-বামে যেতে পারবে। এছাড়াও এটি ‘ইঞ্জিন ছাড়াই বাতাসে ভেসে ও লাফিয়ে লাফিয়ে’ ছুটতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct