সেখ নুরুল হুদা, হাওড়া: হাওড়ার সাঁতরাগাছি রেল স্টেশনের পাশে এবং কোনা এক্সপ্রেস ওয়ের গায়ে এই কোনা হাওড়া হাট গড়ে উঠছে। গত বুধবার ও বৃহস্পতিবার দুদিনব্যাপী এই হাটের ভিত্তি প্রস্তর স্থাপনের উৎসব উৎযাপন করা হয়।
এদিনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান শুরু পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। এর আগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে সমবায় মন্ত্রী অরূপ রায় ছাড়াও বিধায়ক নন্দিতা চৌধুরী।
তবে এদিনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাজির ছিলেন এই কোনা হাওড়া হাটের অন্যতম কর্ণধার মেটিয়াবুরুজ এলাকার প্রখ্যাত বস্ত্র ব্যবসায়ী বাবুললাল লস্কর, সুরেন্দ্র কুমার দুগার, অরুণ সঞ্চেতি প্রমুখ। সারা দিন ধরে এই উপলক্ষে চলা অনুষ্ঠানে অবশ্য হাজির ছিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন উচ্চপদস্থ সরকারি আধিকারিক মোতালেব আলি সর্দার, পেমাভিত্তিক কোর্সের প্রশিক্ষণ সংস্থা এডুকেয়ার ফাুন্ডেশনের কর্ণধার শাহিন আলম সর্দার প্রমুখ।
স্থান সঙ্কুলানের অভাবে মেটিয়াবুরুজ গার্ডেনরিচ এলাকায় বস্ত্র হাটের প্রসার ঘটানো যাচ্ছে না। তাই রেডিমেড পোশাকের বাজার ও হাট তৈরি উদ্যোগ নেওয়া হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে বা সন্নিহিত অঞ্চলে। ইতিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকেটি বস্ত্র হাট চালু হলেও রেডিমেড বস্ত্র ব্যবসার ভবিষ্যৎ পীঠস্থান হতে চলেছে কোনা হাওড়া হাট। এমনটাই আশাবাদী কোনা হাওড়া হাটের অন্যতম কর্ণধার বাবুলাল লস্কর। বৃহস্পতিবার একান্ত সাক্ষাৎকারের ‘আপনজন’-এর কাছে এই আশা ব্যক্ত করেন। তিনি এই হাটকে পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম ও সর্ব সুবিধাযুক্ত আধুনিকতম হাট হিসাবে গড়ে তুলতে চাইছেন।
বৃহস্পতিবার বাবুলাল লস্কর জানান, পশ্চিমবঙ্গ সরকারের স্কিম ফর অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক (এস এ আই পি) স্কিমের অধীনে অনুমোদিত গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসাবে এই হাট। তিনি আরও জানান ২২ একর জায়গা জুড়ে স্বয়ং সম্পূর্ণ এই হাট ক্যাম্পাস। এই ক্যাম্পাসে থাকছে প্রায় ১৫ হাজার ইউনিট। এই ইউনিটের মধ্যে থাকছে হাট, ওয়ার্কশপ, গদি, এক্সক্লুসিভ রিটেল আউটলেট, স্মল ম্যানুফ্যাকচারিং ইউনিট, গোডাউন, ওয়্যারহাউস ইত্যাদি। তাই প্রায় ১৫ লাখ স্কোয়ার ফিট ডেভেলপমেন্টের কাজ শুরু করা হয়েছে।
বাবুলাল আরও জানান, এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট ছাড়াও ওয়ার্কশপ সেই সঙ্গে ৫০০ থেকে ৫০,০০০ স্কোয়ার ফিট ওয়্যারহাউস থাকছে। এই হাটের তৈরি বিল্ডিংগুলি ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (আই জি বি সি) সার্টিফাইড গোল্ড রেটেড বিল্ডিং হবে। তিনি আরও সুযোগ সুবিধা প্রসঙ্গে জানান অতি সহজেই কোনা এক্সপ্রেস ওয়ে থেকে ডোকা এবং বের হওয়া যাবে। সিকিউরিটি গেট থাকবে। সেন্ট্রাল পার্ক এবং ওপেন ফুড প্লাজা। কার পার্কিং, টু হুইলার পার্কিং, ট্রাক পার্কিং, অটোমেডেড ওয়ে ব্রিজ, পন্ড বা পুকুর থাকছে। এছাড়া এই ক্যাম্পাসের ভিতর সুপরিকল্পিতভাবে ট্রাফিক মুভমেন্ট, মালবাহী লিফটের পাশে লোডিং আনলোডিং এর নির্দিষ্ট জায়গা থাকছে। সেই সঙ্গে বিদ্যুতের খরচ কমাতে রাখা হবে সৌরচালিত আলোর ব্যবস্থা।
এক প্রশ্নে উত্তরে লস্কর বাবু জানান এখন ব্লক ১ এবং ব্লক ২ এর কাজ শুরু করা হবে। তা কমপ্লিট করতে প্রায় দুই বছর সময় লাগবে। এরই মধ্যে হাটের স্টল বুকিং শুরু হয়ে গেছে। আয়তন অনুযায়ী লাখ টাকা থেকে বুকিং শুরু। বাকি টাকা কিস্তিতে। স্টলের দাম আয়তনের উপর নির্ভর করে ৬ লাখ টাকা থেকে ১৬ লাখ টাকা পর্যন্ত রয়েছে।
আরও এক প্রশ্নের উত্তরে বাবুলাল লস্কর বাবুর পুত্র রাজন লস্কর জানান
ব্লক ২ এর লোয়ার গ্রাউন্ড ফ্লোরে স্টল রয়েছে ১১১২ টি। এর মধ্যে ১৬ স্কোয়ার ফিটের ৮৮৬ টি, ১৮ থেকে ২৯ স্কোয়ার ফিটের ১২২ টি, ১৬ স্কোয়ার ফিটের (কর্ণার) ১২৪ টি।
ব্লক ২ এর আপার গ্রাউন্ড ফ্লোরে স্টল রয়েছে ১০৪২ টি। এর মধ্যে ১৬ স্কোয়ার ফিটের ৭৯৫ টি, ১৮ থেকে ২৯ স্কোয়ার ফিটের ১১১ টি, ১৬ স্কোয়ার ফিটের (কর্ণার) ১৩৬ টি।
ব্লক ২ এর ফাস্ট ফ্লোরে স্টল রয়েছে ১১১২ টি। এর মধ্যে ১৬ স্কোয়ার ফিটের ৮৬৫ টি, ১৮ থেকে ২৬ স্কোয়ার ফিটের ১১৭ টি, ১৬ স্কোয়ার ফিটের (কর্ণার) ১৩০ টি।
ব্লক ২ এর সেকেণ্ড ফ্লোরে স্টল রয়েছে ৩৬৮ টি। এর মধ্যে ৫০ স্কোয়ার ফিটের ১৯৪ টি, ৬০ স্কোয়ার ফিটের ৫৬ টি, ৭০ স্কোয়ার ফিটের ৮ টি, ৮০ স্কোয়ার ফিটের ৬৬ টি, ৮৫ স্কোয়ার ফিটের ১৬ টি, ৯৭ স্কোয়ার ফিটের ২৮ টি।
ব্লক ২ এর থার্ড ফ্লোরে স্টল রয়েছে ৩৬৮ টি। এর মধ্যে ৫০ স্কোয়ার ফিটের ১৯৪ টি, ৬০ স্কোয়ার ফিটের ৫৬ টি, ৭০ স্কোয়ার ফিটের ৮ টি, ৮০ স্কোয়ার ফিটের ৬৬ টি, ৮৫ স্কোয়ার ফিটের ১৬ টি, ৯৭ স্কোয়ার ফিটের ২৮ টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct