আপনজন ডেস্ক: অসম, ত্রিপুরার পর এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য গোয়া। তাই বিজেপিকে রুখতে ২৮ অক্টোবর গোয়া সফর করছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর শেষে সোজা চলে যাবেন গোয়া। কলকাতায় ফিরবেন ১ নভেম্বর। ২০২৪ লোকসভা নির্বাচনে দেশজুড়ে যে ‘খেলা’ হওয়ার কথা বলেছিলেন দিনে দিনে তা স্পষ্ট হয়ে উঠছে। লোকসভা ভোটের আগে গোয়ায় তৃণমূল কংগ্রেস এবার রাজনৈতিক ‘খেলা’ শুরু করে দিয়েছে। এবার মমতার তিনদিনের গোয়া সফরে তা স্পষ্ট হয়ে উঠছে।
ত্রিপুরায় বিপ্লব দেবের বিজেপি সরকারের ঘুম কেড়ে নিয়ে সেখানে যখন তৃণমূলের যুব নেতারা জোরা প্রচার শুরু করেন, তখন অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মমতার সর্বভারতীয় রাজনীতির হাত শক্ত করার সমর্থনে এগিয়ে আসেন। এরপরে সবাইকে অবাক সৃষ্টি করে খ্রিস্টান প্রধান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বিধাযক লুইজিনহো ফালেইরো কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তাকে অনুসরণ করে আরও এক কংগ্রেস বিধাযক তৃণমূলে যোগ দেন। এই ঘটনায় তৃণমূল উজ্জীবিত হয়ে পড়ে। গোয়ার তৃণমূল নেতাদের মনে আত্মবিশ্বাসের সৃষ্টি হয়, তৃণমূল কংগ্রেস গোয়ায় সরকারের পরিবর্তন আনবে।
তবে, গোয়ার এই পরিবর্তনের জন্য তৃণমূলের চেষ্টা বেশ কয়েকমাস আগে থেকেই। তৃণমূলের প্রধান পরামর্শদাতা ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল দীর্ঘদিন ধরে গোয়ায় শিবির করছেন এবং মমতা যখন গোয়া সফর করবেন তখন তিনি সেখানে থাকবেন বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে তৃণমূল নেতা ও সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বিশেষ ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ডেরেক ও ব্রায়েন এক মাসেরও বেশি সময় ধরে গোয়ায় শিবির করছেন। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, গোয়ায় তৃণমূল কংগ্রেসের জন্য এটিই উপযুক্ত সময়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বশক্তি দিয়ে গোয়ায় লড়বে তৃণমূল। একাই বিজেপির বিরুদ্ধে লড়বে। যদিও সম্প্রতি গোয়া গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকার গড়বে বিজেপি। তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রচার নামেন। সেই ভিডিও পোস্টে শোনা যায়, ডেরেক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে গোয়ার বিজেপি সরকার। এবার তৃণমূলকে একবার সুযোগ দিন। কংগ্রেস-বিজেপি গোয়ার জন্য কিছু করেনি কেউ। তাই মমতা যেভাবে বাংলার উন্নয়ন করেছেন সেভাবেই গোয়ার উন্নতি ঘটাবেন। তবে, মমতার গোয়া সফরের অাগে তৃণমূলে যোগ দিয়েছেন দালগাড়ো কঙ্কন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সদস্য চেলসো ফার্নান্ডেজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct