আপনজন ডেস্ক: বছর দুয়েক পেরিয়ে গেলেও এখন বিশ্বের মানুষ বুঝতে পারছেন না কবে করোনা পৃথিবী থেকে বিদায় নেবে। ২০১৯ সালের ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ছোবল থেকে এখনো বের হতে পারেনি বিশ্ব। এই পরিস্থিতি ২০২২ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পরে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এক রিপোর্টে বলা হযেছে, মহামারি দীর্ঘ হওয়ার এই আশঙ্কার পেছনে দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয়সংখ্যক টিকা না পাওয়ার বিষয়টি সামনে এনেছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচ’র ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেছেন, এখনো পর্যাপ্ত টিকা পায়নি দরিদ্র দেশগুলো। এতে করোনা সংকট কোনো অংশেই কমবে না। বরং ২০২২ সালেও ভাইরাসটি পৃথিবীতে ঘুরে বেড়াবে।
আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত করোনার টিকা গ্রহণ করার সুযোগ পেয়েছেন। সে তুলনায় অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ টিকা পেয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct