আপনজন ডেস্ক: চার মাস ধরে বেতন বন্ধ। তাই চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছেন আফগানিস্তানের হেরাত প্রদেশের সরকারি শিক্ষকরা। এবার তাই হেরাতের শয়ে শয়ে শিক্ষক তালিবান সরকারের কাছে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। শিক্ষকদের দাবি, তারা মারাত্মক অর্থনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করছেন।
হেরাতের একজন শিক্ষক লতিফা আলিজাই বলেন, শিক্ষকদের এতদিন নিজের জন্য অর্থ সঞ্চয় করার জন্য ভালো বেতন ছিল না। যে বেতন পেতেন তারা তা দিয়ে দৈনন্দিন খরচ মেটাতেন।বেশ কিছু শিক্ষক অভিযোগ করে বলেন, ক্ষুধার ভয়ে তারা ভীত। কারণ তারা পরিবারকে যথেষ্ট পরিমাণ খাদ্য সরবরাহ করতে পারছেন না। একই সঙ্গে পারছেন না শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে।
নাসির আহমদ হাকিমি নামের এক স্কুলশিক্ষক বলেন, অনেক শিক্ষকের বর্তমানে বাড়ির বিদ্যুৎ বিল দেওয়ার মতো সামর্থ্যও নেই। শাহাদাত আতিফ নামে অপর এক শিক্ষক বলেন, আমার মেয়ে বেশ কিছু দিন ধরে অসুস্থ। কিন্তু তাকে টাকার অভাবে চিকিৎসকের কাছে নিতে পারছি না। তথ্য অনুযায়ী, অন্তত ১৮ হাজার শিক্ষক, যার মধ্যে ১০ হাজার মহিলা চার মাস ধরে কোনো বেতন পাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct