বাবলু প্রামাণিক, মথুরাপুর: মথুরাপুরের সদিয়ালেদুই হাজার ষ্টীলের চামচ, ৬ হাজার পেরেক দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সদিয়াল জনকল্যাণ সমিতি ও আমরা সবাই ভাই ভাই সংঘের পরিচালনায় এই পুজোর আয়োজন। বৃষ্টির মধ্যেও চলছে মণ্ডপ নির্মাণের কাজ। লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেই ৫ দিন ধরে উৎসবে মেতে ওঠে গোটা গ্রাম।
পুজোর অন্যতম উদ্যোক্তা শাসকদলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার। তাঁর দাবি, গোটা সুন্দরবন এলাকার মধ্যে সবচেয়ে বড় পুজো এটি। এবারের থিম অকাল বোধন। কারণ, লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করতে প্রথম রাম করেছিল দুর্গা পুজো। এই চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, গ্রামের লোকজন প্রতি মাসে এই পুজোর জন্য অর্থ জমিয়ে রাখে। তাঁদের চাঁদার উপর নির্ভর করেই তবেই পুজোর প্রস্তুতি সারা হয়। ৫ দিন ধরে মণ্ডপ লাগোয়া এলাকায় ছোট মেলা বসে। চলে যাত্রা, বাউল গানের আসর। যা দেখতেই ভিড় জমে যায়। মণ্ডপে মা লক্ষ্মীর পাশাপাশি দুর্গা প্রতিমা নির্মাণ করা হচ্ছে চিপস দিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct