আপনজন ডেস্ক: বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের দাম ফের বাড়ল। এর আগে দুই দিন ধরে হার অপরিবর্তিত রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে সর্বশেষ বৃদ্ধির পর লিটার প্রতি যথাক্রমে ১০৬.৫৪ টাকা এবং ৯৫.২৭ টাকা।
বিমান সংস্থাগুলির কাছে বিমান টারবাইন ফুয়েল (এটিএফ বা জেট ফুয়েল) যে দামে বিক্রি করা হয় তার চেয়ে পেট্রোলের দাম এখন প্রায় ৩৫ শতাংশ বেশি। দিল্লির এটিএফের দাম প্রতি কিলো লিটারে ৭৯,০২০.১৬ টাকা বা লিটার প্রতি প্রায় ৭৯ টাকা।
তবে, দেশের মধ্যে কলকাতায় পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৭.১১টাকা। আর চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৩.৭১ টাকা। আর মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হয়েছে ১১২.৪৪ টাকা টাকা।
ডিজেলের দাম কলকাতায় ৩৫ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৮.৩৮ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct