সাদ্দাম হোসেন মিদ্দে, বারুইপুর: বর্তমান যুগ অনলাইন শপিংয়ের যুগ। শপিং মল, হোটেল, রেস্তোরাঁতে না গিয়েও বাড়ী বসেই মোবাইল, কিংবা ল্যাপটপে যে কোনো জিনিসের অর্ডার করা যায়। অর্ডার অনুযায়ী তা বাড়ীতে কিংবা ফ্লাটে পোঁছে দেন ডেলিভেরি সংস্থার কর্মীরা। সুবিধা যেমন আছে, তেমনই প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে অনলাইন শপিংয়ে। ক্রেতাদের তাই সচেতন হয়ে অনলাইন কেনাকাটার জন্য সতর্কতামূলক পরামর্শ দিল বারুইপুর জেলা পুলিশ।
বুধবার বারুইপুর পুলিশ জেলা তাদের ফেসবুক পেজে একগুচ্ছ পরামর্শ শেয়ার করেছে। তার মধ্যে অন্যতম হল: অনলাইন শপিংয়ের সময় চেক করুন ওয়েবসাইটটির URL- এ HTTP-র পরিবর্তে HTTPS রয়েছে কিনা, ফ্রি বা পাবলিক ওয়াইফাই ব্যাবহার করবেন না অর্ডার করার সময়, অনলাইন শপিংয়ের জন্য চেষ্টা করুন ক্যাশ অন ডেলিভারি নেওয়ার, সর্বদা অনলাইন শপিং আইডির পাশাপাশি ব্যাঙ্কের লেনদেন চেক করুন প্রভৃতি।
উল্লেখ্য অনলাইন শপিংয়ের ক্ষেত্রে অনেক সময় দামী জিনিসের পরিবর্তে কমদামী জিনিস ডেলিভেরির অভিযোগ পাওয়া যায়। কখনও আবার কমদামী জিনিসও নয়, আস্ত একটা ইট এসে পৌঁছায় ক্রেতার কাছে! কখনও আবার সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন অনেকে। কার্ড থেকে খোয়া যায় হাজার হাজার টাকা। পুলিশের কাছেই জমা হয় এমন অভিযোগ। বারুইপুর জেলা পুলিশ তাই প্রতারণার হাত থেকে বাঁচতে সচেতন মূলক পরামর্শ দিল নাগরিকদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct