নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: হয়নি স্বাস্থ্য সাথী কার্ড।এলাকার নেতাদের বলেও হয়নি কোনো কাজ।পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি মারণ রোগ ক্যানসারে আক্রান্ত।চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামের বাসিন্দা সেখ আপা(৪০)।চিকিৎসার খরচ জোগাড়ের আশায় দুয়ারে দুয়ারে ঘুরছেন স্ত্রী নুরগেশ বানু।কোথায় গেলে মিলবে সরকারি চিকিৎসা তা স্বামীকে নিয়ে দিশেহারা স্ত্রী।স্ত্রী নুরগেশ বানু জানান,তার স্বামী প্রায় ছয় মাস ধরে ক্যানসার রোগে আক্রান্ত। টাকার অভাবে থমকে রয়েছে চিকিৎসা।হয়নি স্বাস্থ্য সাথী কার্ডও। চিকিৎসা করাতে গিয়ে জমানো টাকা সব শেষ হয়ে গেছে।
পরিবারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এখন সরকারি সাহায্যের আশায় বসে রয়েছে পরিবার। তিনি আরো জানান স্বামী ভিন রাজ্য জয়পুরে গাড়ি চালকের কাজ করত।সেই টাকায় চলত পরিবার।ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় ছয় মাস ধরে বাড়িতে বসে রয়েছে।জমি বিক্রি করে কাটিহার,মালদা ও কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে গেলেও টাকার অভাবে চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।স্থানীয় নেতাদের বলেও মিলেনি কোনো সাহায্য। স্থানীয় পঞ্চায়েত সদস্য মান্নান আলি জানান দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছেন।পুজোর জন্য স্বাস্থ্য সাথী কার্ডের কাজ বন্ধ ছিল।বিডিওকে বলে দ্রুত কার্ডটি করিয়ে দেওয়ার আশ্বাস দেন। বিডিও অনির্বাণ বসু সরকারিভাবে সাহায্যের পাশাপাশি কার্ডটি করিয়ে দেওয়ার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct