আপনজন ডেস্ক: বর্তমানে মহিলা ও পুরুষ সবার কাছেই দুই চাকার বাহনগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর মধ্যে ব্যাটারিচালিত স্কুটার রয়েছে সবার পছন্দের তালিকার শীর্ষে। বিশেষ করে মহিলাদের কাছে স্কুটার বেশ জনপ্রিয়। দামে তুলনামূলক সস্তা আর ব্যবহার করাও সহজ এসব স্কুটি। তবে যারা নতুন স্কুটার চালানো কিংবা কেনার কথা ভাবছেন তাদের কিছু বিষয় আগেই জেনে রাখা উচিত।স্কুটি কেনার পরবর্তী সময়ে আপনি বিভিন্ন সমস্যার হাত থেকে রেহাই পাবেন। ব্যাটারিচালিত স্কুটার কেনার আগে অবশ্যই এর ডিজাইন, রং দেখা জরুরি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানায় এমন রং ও ডিজাইন বেছে নিন। এছাড়াও রাস্তায় চলাচল করতে গেলে কাদা-ময়লায় স্কুটি নোংরা হবেই। প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব না। তাই এমন রং পছন্দ করুন যেটায় ময়লা একটু কম বোঝা যায়। স্কুটি কেনার আগে অবশ্যই এর ওজনটা কেমন তা পরীক্ষা করে নিন। কেননা গাড়ির ওজন বেশি হলে তা সামলানো মুশকিল হতে পারে আপনার জন্য। সাধারণত এসব গাড়ি খুব হালকা হয়।
ফলে যাদের ওজন বেশি, তারা এই গাড়ি চালালে সমস্যা হতে পারে। এই ধরনের বাইক বা স্কুটার কেনার সময়ে বাড়িতে তা চার্জ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তাই আগেই দেখে নিন এতে চার্জ হতে কতক্ষণ লাগে এবং ব্যাকাপ কতখানিও। কেননা দীর্ঘ ভ্রমণে বেরিয়ে মাঝ রাস্তায় দেখলেন গাড়ির চার্জ ফুরিয়ে গেছে, তখন বিপদে পড়বেন। বেশিরভাগ ব্যাটারিচালিত স্কুটারগুলোর সর্বোচ্চ গতি প্রায় ২০ মাইল প্রতি ঘণ্টায়। আবার কোনো কোনোটাতে ১৭ মাইলও হয়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী বাছাই করুন। কমপক্ষে ২৫০ ওয়াটের ধারণক্ষমতার স্কুটার নির্বাচন করা উচিত। যা সমতল ভূমি এবং ছোট ছোট পাহাড়ের উপর আপনি সহজেই চালাতে পারবেন। এর থেকে বেশি ক্ষমতার ইঞ্জিন দরকার হতে পারে পাহাড়ি পথে চলতে। সেক্ষেত্রে দ্বৈত মোটরের স্কুটি বেছে নিতে পারেন। সেক্ষেত্রে দাম খানিকটা বেশি হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct