আপনজন ডেস্ক: ১৫ বিঘা জমি সন্তানদের লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে গাড়ি থেকে ফেলে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ উঠেছে ওই বৃদ্ধার সন্তানের বিরুদ্ধে। ঢাকার ধামরাই উপজেলার বঙ্গবাজার এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে এলাকাবাসী। ওই বৃদ্ধা মায়ের নাম মরিয়ম বেগম। তিনি উপজেলার কুশুরা ইউনিয়নের রশ্মিমপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ডাক্তার, ব্যাংকার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীসহ ওই বৃদ্ধা মায়ের আট ছেলে ও মেয়েদের সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত। তারপরও কোনো ছেলের বাড়িতেই মাথা গোঁজার ঠাঁই হয়নি মায়ের। ওই মহিলার বাবার দেওয়া ১৫ বিঘা জমি সন্তানদের লিখে না দেওয়ায় এ পরিণতি হয়েছে বলে নিশ্চিত করেছেন গ্রামবাসী। শেষ পর্যন্ত তাঁর দায়িত্ব নিলেন গ্রামবাসী। ওই গ্রামের প্রয়াত মো. আসুরুদ্দিন সরকার নামের এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তাঁতশিল্পসহ কয়েকশ বিঘা জমি ছিল আসুরুদ্দিন সরকারের। তাই একমাত্র মেয়ে মরিয়ম বেগমের সুখের কথা ভেবে তাকে ১৫ বিঘা জমি লিখে দিয়ে বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করে দিয়ে বিয়ে দেন। এরপর জামাতা মো. আব্দুস সালামকে সেখানেই প্রতিষ্ঠিত করেন। মরিয়ম বেগম ছয় ছেলে ও দুই মেয়ের মা হন। প্রত্যেক সন্তানকেই তিনি লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করেন। কিন্তু বৃদ্ধা মাকে ভরণপোষণ করতে সন্তানদের অভাবের শেষ নেই। ক্ষুধার জ্বালায় সদা ছটফট করেন এই বৃদ্ধা মরিয়ম বেগম। ক্ষুধার যন্ত্রণা মেটাতে ঘুরে বেড়ান এদিক-সেদিক। না খেয়ে তাঁর বাকশক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct