আপনজন ডেস্ক: তালিবান সরকারকে প্রংশসায় ভরিয়ে দিল রাশিয়া। উত্তপ্ত আফগানিস্তানকে স্থিতিশীল করার জন্য তালেবান সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছে মস্কো। তবে তাদেরকে এখনই স্বীকৃতি দিতে রাজি নয় রাশিয়া। জঙ্গি গোষ্ঠীগুলো পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করায় নিজেদের উদ্বেগও প্রকাশ করেছে তালিবান। আফগানিস্তান ইস্যুতে চীন ও পাকিস্তানসহ দশটি দেশ নিয়ে আয়োজিত বৈঠকে নিজেদের এই অবস্থান তুলে ধরেছে মস্কো।
আফগানিস্তান দখলের পর তালেবানের এটিই প্রথম হাই-প্রোফাইল আন্তর্জাতিক বৈঠক। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ' এক নতুন প্রশাসন এখন ক্ষমতায়। সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা আনতে আমরা তাদের প্রচেষ্টা দেখছি। ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো অনেক জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানের নিরাপত্তা শূন্যতার সুযোগে নিজেদের পাল্লা ভারী করতে চাইছে।' মানবিক সংকট ও শরণার্থীদের ঢল ঠেকাতে কাবুলকে কার্যকর সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকে তালেবান প্রতিনিধির নেতৃত্ব দিচ্ছেন উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকেও তালেবান দলের নেতা ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct