আপনজন ডেস্ক: কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। তিনি কুমিল্লা মহানগরীর সুজানগর এলাকার বাসিন্দা।এরইমধ্যে তাকে গ্রেফতার করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 'সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক মসজিদ থেকে কোরআন শরিফ নিয়ে রাস্তার দিকে আসছে। কিছুক্ষণ পর তার হাতে কোরআন শরিফ নেই। হনুমানের গদা হাতে নিয়ে সে ঘোরাঘুরি করছে।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই যুবক মোবাইল ব্যবহার না করার কারণে তাকে ট্র্যাক করা যাচ্ছিল না। এখন পর্যন্ত তিনি ঘন ঘন স্থান পরিবর্তন করছেন। আমরা তাকে নজরদারিতে রেখেছি। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে।' কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মো. মনির আহমেদ বলেন, ' সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নানুয়ার দিঘির উত্তর-পূর্বদিকে সড়কে রাত সোয়া ৩টার দিকে এক যুবক হনুমান ঠাকুরের গদা হাতে নিয়ে ঘোরাঘুরি করছেন। ওই যুবককে শনাক্ত করা হয়েছে। তিনি যে মণ্ডপে কোরআন শরিফ রেখেছেন সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। তাকে এখনো গ্রেফতার করা যায়নি। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct