আপনজন ডেস্ক: যুদ্ধ শুরু হলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ২,৫০০ রকেট ছুঁড়তে পারে বলে জানালেন ইসরায়েলের একজন সামরিক কমান্ডার। ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরডিন বলেন, 'গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল হামলা শুরু করলে সেখান থেকে প্রতিদিন গড়ে ৪০০'র বেশি রকেট ছোঁড়া হয়েছে। যদি হিজবুল্লার সঙ্গে যুদ্ধ লাগে তাহলে আমরা ধারণা করতে পারি প্রতিদিন এর চেয়ে পাঁচগুণ বেশি রকেট ছুড়তে পারে।'
এর আগে এই কমান্ডার জানিয়েছিলেন, হিজবুল্লার কাছে সর্বোচ্চ সংখ্যক রকেট মজুদ রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন হিজবুল্লাহ গড়ে ২,০০০ রকেট ছুঁড়তে সক্ষম।২০০০ এবং ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ হয় এবং দুটি যুদ্ধেই ইসরায়েল লজ্জাজনক পরাজয় বরণ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct