আপনজন ডেস্ক: খরগোশের তুলতুলে শরীরটা সবাই একবার ছুয়েঁ দিতে চান। কিন্তু এর একটী অভ্যেসের কথা বললেই আপনার গায়ে কাঁটা দেওয়া শুরু করবে। এরা সকাল বিকাল অন্তত দুবার নিজেদের মল খায়। প্রকৃতি কখনো বিজ্ঞানবিরুদ্ধ কিছু করে না। খরগোশের এ ধরনের আচরণের পেছনে কারণ আছে।
আসলে আমরা মানুষেরা জাতি হিসেবে কখনোই স্বাস্থ্য সচেতন নই। কিন্তু খরগোশেরা খুবই সচেতন। আমরা বাথরুমে ঢুকলে কখনো নিজের মলের ব্যাপারে চিন্তিত হই না । কিন্তু খরগোশেরা চিন্তিত। তারা নিজেদের মল মুখে নিয়ে পরীক্ষা করে দেখে যে খাদ্য আসলেই সম্পূর্ণ হজম হয়েছে কিনা।যদি হজম না হয় সম্পূর্ণ ভোজন প্রক্রিয়া পূনরাবৃতি করে। এই হলো খরগোশের বিষ্টা ভোজনকারণ। ও হ্যা মানুষের মল মুত্র পরীক্ষা করার জন্য আলাদা ল্যাবরেটরি আছে তাই আপনার খরগোশ হওয়ার দরকার নাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct