আপনজন ডেস্ক: অকাল বর্ষণে হাজার হাজার হেক্টর কৃষি জমি জলের তলায়। এই পরিস্থিতিতে মাথায় হাত কৃষকদের। কৃষকদের এই ক্ষতির হাত থেকে রেহাই দিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ক্ষতিগ্রস্ত কৃষকদের হেক্টর প্রতি ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এক সাংবাদিক সম্মেলনে বুধবার কেজরিওয়াল বলেছেন, হেক্টর প্রতি ৫০,০০০ টাকা হারে ক্ষতিপূরণ কৃষকদের দুই মাসের মধ্যে প্রদান করা হবে। এ ব্যাপারে একটি সার্কুলার জারি করা হয়েছে।
এ সম্পর্কে কেজরিওয়াল আরও বলেন, রাজস্ব কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ফসলের একটি সমীক্ষা পরিচালনা করছেন এবং এটি দুই সপ্তাহের মধ্যে শেষ হবে। আর দিল্লি সরকার কৃষকদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে শুধু এবার নয় তার সরকার অতীতেও হেক্টর প্রতি ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণও দিয়েছে যা দেশের মধ্যে সর্বোচ্চ বলেও কেজরিওয়াল জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct