দেবাশীষ পাল, মালদা: এমনিতেই অগ্নি মূল্য বাজার দর,তার ওপরে বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে গোটা জেলার শহর থেকে গ্রাম জুড়ে। ফাঁকা একাধিক মার্কেট। মাথায় হাত বিক্রেতাদের। কারণ আজ কোজাগরী লক্ষ্মী পূজা। সাধারণ ধর্মপ্রাণ হিন্দুদের প্রতি ঘরে ঘরে পূজিতা হয়ে থাকে তাদের ধনের দেবী বলে করা লক্ষ্মী।
বাজারদর অগ্নিমূল্য হলেও সাধ্যমত বাজার করে দেবী কে সন্তুষ্ট করতে ব্যস্ত গৃহিণীরা। কিন্তু বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হওয়ায় একাধিক বাজারে দেখা নেই ক্রেতাদের। পসরা সাজিয়ে ফাকায় বসে রয়েছেন বিক্রেতারা। কিছুটা আসা থাকলেও বৃষ্টিতে বিক্রেতাদের মুখ ভার করেছে এই বৃষ্টি জেরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct