আপনজন ডেস্ক: একজন হ্যাকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটের একটি অংশ হ্যাক করে সেটিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি স্লোগান এবং একটি বক্তৃতা দ্বারা প্রতিস্থাপন করেছেন।
ট্রাম্পের ওয়েবসাইটের একটি সাবডোমেইনের ভিজিটরকে সোমবার একজন তুর্কি হ্যাক্টিভিস্ট বলে দাবি করে এমন একজনের বার্তা দিয়ে স্বাগত জানানো হয়। নিচে এরদোগানের ভাষণের একটি লিঙ্ক ছিল যাতে তুর্কি প্রেসিডেন্ট কুরআন থেকে উদ্ধৃত করেছিলেন। তুর্কি ভাষায় তা তুলে ধরে লেখা হয়, “যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন।”
ইন্টারনেট আর্কাইভ অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটের অংশটি প্রতিস্থাপন করা হয় ৮ অক্টোবর, সকালে। তবে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।
এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে একই হ্যাকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ওয়েবসাইট ভোট.জোবাইডেন ডটকম হ্যাক করেছিলেন। সেখানে এক বার্তায় তিনি লিখেছিলেন, আমরা হচ্ছি সেই সব লোক যারা ১৫ জুলাই রাতে শক্ত হাতে ট্যাংকের গতিরোধ করেছিলাম। ওই রাতে আমরা মৃত্যুকে হত্যা করেছি।
এ কথার মধ্য দিয়ে হ্যাকার ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছিলেন।
এটি একটি ধরনের হ্যাক- যা ‘ডিফেসমেন্ট’ নামে পরিচিত; যেখানে একজন একটি ওয়েবসাইটে অ্যাক্সেস নেন এবং এটি তার নিজস্ব কনটেন্ট দিয়ে প্রতিস্থাপন করেন। এই হ্যাকগুলো অত্যাধুনিক নয় এবং কোনো সংস্থার সংবেদনশীল কম্পিউটার সিস্টেমে অ্যাক্সেস করাও নয়।
একই তুর্কি হ্যাকার জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণার কয়েক সপ্তাহ পর (নভেম্বরের শেষ দিকে) তাঁর (জো বাইডেন) প্রচারণা ওয়েবসাইটকে ‘বিকৃত’ করার দায় স্বীকার করেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ২০২১ সালের মার্চের প্রতিবেদনে এ ঘটনাকে ‘২০২০ সালের মার্কিন নির্বাচনে প্রভাবিত বা হস্তক্ষেপের ব্যর্থ মুষ্টিমেয় হ্যাক্টিভিস্ট প্রচেষ্টার একটি’ বলে বর্ণনা করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct