সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: মঙ্গলবার সারা বিশ্বে পালিত হলবিশ্ব নবী দিবস, প্রিয় নবী হযরত মুহাম্মদের মা.-এরজন্মদিন। ঈদ মিলাদুন নবী। করোনা অতিমারীর জন্য বিগত দু’বছর ধরে অনুষ্ঠানের অনেক কাটছাঁট হয়েছে, সেরকম জাঁকজমক সহকারে হইনি। এই বছরও করোনা বিধি মেনে শান্তি শৃঙ্খলার সাথে বিশ্বের বিভিন্ন এলাকার সাথে সাথে বীরভূম জেলা জুড়ে ও পালিত হচ্ছে দিনটি। বীরভূম জেলার দুবরাজপুর, খয়রাসোল,রাজনগর,সিউড়ি,পাড়ুই সহ বিভিন্ন ব্লক এলাকা থেকে বিশ্ব নবী দিবস পালনের খবর পাওয়া গেছে।দুবরাজপুর ব্লকের ইসলামপুরে পালিত হয় বিশ্ব নবী দিবস। এদিন ইসলামপুরের সদর মসজিদ থেকে শুরু করে ইসলামপুরের ফকির বাবার ময়দান পর্যন্ত শোভাযাত্রা করে ইসলামিক নাত পড়তে পড়তে সেখানে পৌঁছয়। উপস্থিত ছিলেন পীরে তরিকত হজরত আল্লামা মৌলানা সৈয়দ আজিমুদ্দিন নঈমী, হজরত নিজাম উদ্দিন নঈমী, হজরত ফহিম উদ্দিন নঈমী, হজরত বখতিয়ার উদ্দিন নঈমী, হজরত সাহাব উদ্দিন নঈমী, হজরত ফারহাত উদ্দিন নঈমী সহ ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এদিন হাফিজ নুরুল আবসার জানান, প্রতি বছরের মত এবারেও বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে, কিন্তু দুবছর ধরে করোনা অতিমারীর জন্য অনেক অনুষ্ঠান কাঁটছাট করেতে হয়েছে।
আজ শুধু একটা ছোট শোভাযাত্রা বেরকরে ফকির বাবার ময়দানে ফাতেহার আয়োজন করেছি। পাশাপাশি যে সমস্ত পাড়া নবী দিবস উপলক্ষে খুব ভালো ভাবে সাজিয়েছে তাঁদেরকে পুরস্কৃত করা হয়। বিশ্ব শান্তি, সম্প্রীতি, সৌভাতৃত্ত্ব, ন্যায়, মানবকল্যান ও আলোকিত জীবনের পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম দিবস পালনে, গোটা বিশ্ববাসীর কাছে সেই শান্তির বার্তা উজ্জ্বীবিত হোক। অন্যদিকে খয়রাশোল ব্লকের রাজায়ে মোস্তফা লোকপুর থানা কমিটির পক্ষ থেকে জানানো হয় করোনা অতিমারি ও সরকারি বিধি নিষেধ মেনে বড়ো জৌলুস বন্ধ করা হয়েছে। পরিবর্তে গ্রাম্য ভিত্তিক ছোট ছোট আকারে জৌলুস বের করা হয়। উল্লেখ্য অন্যান্য বছর লোকপুর থানা এলাকার বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রাম থেকে জৌলুস বের হয়ে খন্নি গ্রামে বিরাজমান হজরত সৈয়দ শাহতাজ ওলীর মাজার শরীফ প্রাঙ্গণে জমায়েতের পর দোয়া খয়ের অনুষ্ঠিত হয় এবং সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়ে থাকে। রাজনগর ব্লক রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে গতকাল সাফাই অভিযান করা হয়।
আজকে ঐতিহাসিক ইমামবাড়া প্রাঙ্গণ থেকে ব্যানার,প্লেকার্ড সহ সুসজ্জ্বিত ট্যাবলো সহযোগে জৌলুস বের হয়ে স্থানীয় শাহাবাজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জমায়েত হোন। সেখানে পতাকা উত্তোলন, মিলাদমেহেফিল, ফাতেহাখানি ,দোয়া, সিন্নি বিতরণ করা হয়।উল্লেখ্য সম্প্রীতির নজির হিসেবে রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ জৌলুসে পা মেলান। অন্যদিকে পাড়ুই ব্লকের খুষ্টিগিরি খানকাহ এ কেরমানিয়া নিজামিয়া চিস্তি,দরগাহ শরীফের পক্ষ থেকে সৈয়দ শাহ মহম্মদ হাফিজুর রহমান জানান বিশ্ব নবী দিবস উপলক্ষে এদিন সবুজ পতাকা উত্তোলন, মিলাদ মেহেফিল বিভিন্ন গ্রাম থেকে জৌলুস নিয়ে আগত ব্যাক্তিদের খাবারের আয়োজন করা হয়, সেই সাথে চলে মাজার জিয়ারত। করোনার আবহে সরকারি বিধি নিষেধ মেনে অনুষ্ঠান অনেক কাটছাঁট করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct