আপনজন ডেস্ক: কাতারের কেন্দ্রীয় আইনসভা বা শূরা কাউন্সিল দেশ পরিচালনায় দুজন মহিলাকে নিয়োগ করা হল। কাতারের শূরা কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি কোনও মহিলা। অবশেষে কাতারের আমির ক্ষমতাবলে জনপ্রতিনিধি হিসেবে দুজন মহিলাকে আইনসভায় স্থান দিলেন।
উপসাগরীয় দেশ কাতারের কেন্দ্রীয় আইনসভা শূরা কাউন্সিলে মোট আসন সংখ্যা ৪৫টি। দেশটির সংবিধানে ৩০টি আসনে নির্বাচনের নির্দেশনা দেওয়া আছে, বাকি ১৫ টি আসনে জনপ্রতিনিধিদের নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে আমিরের। সেই অনুযায়ী, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই নারী শেখা বিনতে ইউসুফ আল জুফাইরি এবং হামদা বিনতে হাসান আল সুলাইতিকে নিয়োগ করেন। চলতি বছর ০২ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মত জাতীয় নির্বাচন হয় কাতারে। সেই নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন নারী। তবে তাদের কেউই জয়ী হতে পারেননি।গত কয়েক বছর ধরে কাতারে নারী অধিকার পরস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে। তবে দেশটিতে নারীদের বিয়ে, ভ্রমণ ও সন্তান জন্মদানকালীন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য স্বামী বা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct