জাহাঙ্গীর দেওয়ান, নেতড়া: বাংলার রেনেসাঁ পত্রিকার উদ্যোগে লাব্বাইক মিশনের সহযোগিতায় এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। মূলত বিশ্বনবীর সীরাত সংক্রান্ত বিষয়ে নাত, গজল,কাসিদা ও ছড়া কবিতা পাঠের মাধ্যমে বাংলার বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক ও সাংবাদিকদের সমন্বয়ে সভাটি সুচারুরূপে সঞ্চালিত হয়। প্রথমে হাফেজ সেখ সামীর এর কন্ঠে 'সূরা ত্বীন' কেরাত পাঠের মাধ্যমে সভাটি শুরু হয়। খাদিজাতুল কোবরা গার্লস মিশন সম্পাদক ওয়াহিদ উদ্দিন মাহবুব সাহেব কোরআনের তরজমা করে মানুষের মন কাড়ে। সভায় সভাপতিত্ব করেন বহুগ্রন্থ প্রণেতা শাইখুল হাদিস মাওলানা আব্দুল হামিদ কাসেমী সাহেব। প্রধান অতিথি ছিলেন সমাজসেবী বাউজূল সাহেব ও ডঃ কুমারেশ চক্রবর্তী। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক আবু রায়হান, বহুগ্রন্থ প্রণেতা ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুল ইসলাম ।
সুষ্ঠ ও সুন্দরভাবে সঞ্চালনা করেন প্রফেসর হাসিম আব্দুল হালিম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বহুগ্রন্থ প্রণেতা পরেশ সরকার, আবুল বাশার হালদার, গৌতম হালদার, গৌতম মন্ডল, বাচিকশিল্পী মাকফুর রহমান,শরবত আলী, সাইদুর রহমান, বাচিকশল্পী দেবিকা বন্দ্যোপাধ্যায়, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত নুহু নবীর জমাদার, মাওলানা তাহেরুল হক, মাওলানা মুজাহিদুল ইসলাম,ইন্সুর আলী শেখ,মাস্টার রুহুল আমিন সাহেব, শাকিল আহমেদ, গজল লেখক মনিরুজ্জামান লস্কর, ইমদাদুল ইসলাম,ডাক্তার মেহেবুব রহমান, আব্দুল আলিম, মহারাজ জগত কুমার পাড়ুই, ডক্টর সেকেন্দার আলি শেখ, নুরুল হুদা, দৈনিক আপনজনের সম্পাদক জাইদুল হক, আজাদ বার্তা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর দেওয়ান ও তাঁর কবি পরিবারের আজিজা দেওয়ান ও জাকিয়া তাবাসসুম দেওয়ান প্রমূখ।
বাংলার রেনেসাঁর ওয়েবপেজ খোলা হয়, মা রিজিয়া উদ্যানের শুভ উদ্বোধন করেন মহারাজ জগদানন্দ পাড়ুই, লাব্বাইক মিশনের একটি মসজিদের ভিত্তিপ্রস্তর হয়, আজিজুল হক সম্পাদিত বাংলার রেনেসাঁর রাসূলুল্লাহ সংখ্যাটি র প্রকাশ করেন দৈনিক আপনজনের সম্পাদক জাইদুল হক। অতিথিগণ সাবানা খাতুনদের দুপুরের আতিথেয়তায় সবাই আপ্লুত, ফটোফ্রেমে বাঁধাই মানপত্র দিয়ে সবাইকে সম্মাননা দেওয়া হয়। সভাপতির দোওয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct