সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর নতুন করে বাস পরিষেবা চালু হল পাকাপোল- শ্যামবাজার রুটে। আগে ভোজেরহাট থেকে চালু ছিল রুটটি। সেখান থেকে আর রুটটি চালু করা সম্ভব হয়নি। ভোজেরহাট থেকে পাঁচ কিলোমিটার কাটছাঁট করে পাকাপোল থেকেই নতুন রুটটি শুরু করা গেছে।
ভাঙড় ২ ব্লক আইএনটিটিইউসি বিশেষ উদ্দোগী হয় পুনরায় রুটটি চালুর ব্যাপারে। সোমবার এক অনুষ্ঠানে নতুন বাস পরিষেবার সূচনা করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা আইএনটিটিইউসির সভাপতি শক্তিপদ মন্ডল ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। উপস্থিত ছিলেন ভাঙড় ২ ব্লক আইএনটিটিইউসির সভাপতি জুলফিকার মোল্লা, কর্মাধ্যক্ষ মোমিনুল ইসলাম, উপপ্রধান হাকিমুল ইসলাম, পঞ্চায়েত সদস্য খাইরুল ইসলাম প্রমুখ।দশটি বাস আপাতত রুটটিতে চলবে বলে জানা গেছে। পরবর্তীতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও খবর। নতুন করে বাস পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া বাস চালক ও কন্ডাক্টরদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ৫ বছর ধরে রুটটি বন্ধ ছিল। রুটটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের পাকাপোল থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার শেখরপুর, লাউহাটি, রাজারহাট হয়ে এয়ারপোর্ট ছুয়ে শ্যামবাজার পৌঁছাবে। ফলে ভাঙড়ের সঙ্গে বিমান বন্দর ও উত্তর কোলকাতার সরাসরি যোগাযোগ রক্ষা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct