আপনজন ডেস্ক: বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে প্রকৃত দোষী ও চক্রান্তকারীদের কঠোর শাস্তির দাবি জানালেন মুসলিম বুদ্ধিজীবীরা। সেই সঙ্গে বাংলাদেশে সংঘটিত কথিত কুরআন অবমাননা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বাঙালি হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দূর্গা পূজা । বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হিন্দু জনগোষ্ঠী। ভারতবর্ষে বিশাল সংখ্যক বাঙালি হিন্দু বসবাস করেন। উভয় পারে বাংলাভাষী কোনো এলাকায় হিন্দু অথবা মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক কলহ হলে তার প্রভাব পড়ে উভয় সম্প্রদায় ও উভয় পারে।
মুসলিম বুদ্ধিজীবীদের অভিযোগ, সম্প্রতি বাংলাদেশের কুমিল্লায় কোনো দুষ্কৃতী পূজা মন্ডপে মূর্তির পায়ের কাছে পবিত্র কুরআন রেখে দিয়েছে। কোনো সন্দেহ নেই, একাজ দুষ্কৃতীদের। উদ্দেশ্য, শান্তি ও সম্প্রীতি নষ্ট করা। এই দুষ্কৃতীরা অনেক সময় উল্টোটাও করে। তাদের উদ্দেশ্য যেকোন প্রকারে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা। বাংলাদেশ সরকার ধর্মোন্মাদ দাঙ্গাবাজদের দমন করতে যথা সময়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে। সে দেশের সর্বোচ্চ নেতৃত্ব যে ভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তা প্রশংসনীয় বলেও দাবি করা হয়েছে।
সেই সঙ্গে তারা কুরআন অবমাননার চক্রান্ত ও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ উভয়ের সমানভাবে তীব্র ভাষায় নিন্দা করে বলেন, কুরআন অবমাননার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। সেই সঙ্গে, যারা এই হঠকারী ঘটনাকে বাহানা করে বাংলাদেশের শান্তিপ্রিয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্বিচারে আক্রমণ করছে তা অতিসত্বর বন্ধ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের বিশ্বাস সরকার আন্তরিক হলে দুষ্কৃতীদের দমন করা কয়েক ঘন্টার বিষয়। বাংলাদেশ সরকারের কাছে তাইসোচ্চার দাবি, সংখ্যালঘুদের বিরুদ্ধে দাঙ্গা দ্রুত বন্ধ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
যে সমস্ত মুসলিম বুদ্ধিজীবী এই যৌথ বিবৃতি দিয়েছেন তারা হলেন, মুহাম্মদ কামরুজ্জামান (রাজ্য সম্পাদক, সংখ্যালঘু যুব ফেডারেশন), কারী শামসুদ্দিন আহমেদ (রাজ্য সম্পাদক, জমিয়তে উলামায়ে হিন্দ, মেমারি), ড. নুরুল ইসলাম (অধ্যক্ষ, হীরালাল ভকত কলেজ), মুহাম্মদ শাহ আলম (সভাপতি, রাজ্য মুসলিম থিঙ্ক ট্যাঙ্ক), ডা. আলমগীর সরকার (সম্পাদক, জমিয়তে আহলে হাদীস), মুহাম্মদ নুরুদ্দীন (লেখক), মুফতি ইমদাদুল্লাহ (সভাপতি, জামিয়াতুল আইম্মা অল উলামা) প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct