এহসানুল হক, বসিরহাট: পুজো যেতেই পরীক্ষামূলক ভাবে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প। রবিবার সকালে বসিরহাটের খোলাপোতা পঞ্চায়েতের দক্ষিণ মথুরাপুর এলাকায় ।সকাল থেকেই বৃষ্টির মধ্যে এই প্রকল্পের শুভ সূচনা করেন খোলাপোতা পঞ্চায়েত প্রধান অপারেশ মুখার্জি। উপস্থিত ছিলেন, এলাকার রেশন ডিলার নাসির হোসাইন। সকাল থেকেই মানুষের লাইন লক্ষ্য করা যায়। পঞ্চায়েত প্রধান অপারেশ মুখার্জি নিজে হাতে রেশনিং মাল যথা চাল, গম, আটা ইত্যাদি মানুষের হাতে তুলে দেন। এদিন অপারেশ মুখার্জি বলেন, আমরা গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার নির্দেশে মানুষের সুবিধার্থে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে রেশনিং জিনিস ,তারই পরীক্ষামূলক ভাবে এই সূচনা হলো আজ। আমার এলাকায় বিভিন্ন অসহায় মানুষ রয়েছেন তাদের একমাত্র ভরসা রেশনিং মাল।
একদিকে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের নাভিশ্বাস দেখা দিয়েছে সেই দিকে লক্ষ্য রেখেই মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি এলাকার ডিলার নাসির হোসেন বলেন, মুখ্যমন্ত্রী প্রকল্প দুয়ারে রেশন পরীক্ষামূলকভাবে চালু হলো খোলাপোতায়। আমাদের একটা সমস্যা সার্ভারের বিভিন্ন জায়গায় সার্ভার পাওয়া যাচ্ছেনা। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি এলাকার মানুষ সুজয় হালদার ,অর্পনা ঘোষ ,মিহির দাস, রোজিনা খাতুনরা রেশনিং ব্যবস্থা পেয়ে খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct