সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গল এখন যেন আফ্রিকার মাসাইমারায় পরিণত হয়েছে। চোখ-কান খোলা রাখলেই নজরে পড়বে বুনো হাতির দল। কারণ বেলিয়াতোড় বড়জোড়ার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ৮০ দলমার হাতির একটি দল। তারা ইতিমধ্যেই শেষ করে দিয়েছে কয়েক হাজার হেক্টর জমির স্বর্ণ ধান। বর্তমানে হাতিদের অবস্থান বড়জোড়ার সরাগাড়া জঙ্গলে। হাতির হামলা চলছে লাগোয়া গ্রামগুলোতেও। তাই মানুষের অভিযোগের শেষ নেই। স্থানীয়দের দাবি, অবিলম্বে হাতিদের তাড়িয়ে অন্যত্র নিয়ে যেতে হবে। অন্যথায় হাতিরা শীতকালীন সবজি খেয়ে মাড়িয়ে নষ্ট করে কৃষিজীবীদের পথে বসাবে। তবে বন দফতর সূত্রে জানা গেছে, থেকে হাতির দলটিকে তাড়িয়ে বেলিয়াতোড়ের দিকে নিয়ে যাওয়া হবে ৷ আপাতত বড়জোড়ার জঙ্গলে ২টি ভাগে ভাগ হয়ে রয়েছে মোট ৮০টি হাতি। আপাতত হাতিদের সরাগাড়া বাগাবাড়ি ঝরিয়া জঙ্গল থেকে তাড়ানো শুরু হয়েছে। আজ রাতে যদি বৃষ্টি না হয় তাহলে রাতভর হুলা পার্টি দিয়ে তাদের তাড়িয়ে দ্বারকেশ্বর নদ পার করে বিষ্ণুপুর বনবিভাগের দিকে পাঠিয়ে দেওয়া হবে। মানুষের অভিযোগ, এতো বড় হাতির দল এলাকায় থাকা সত্ত্বেও বড়জোড়া বন দফতর মানুষের ক্ষতি রুখতে সম্পূর্ণ ব্যার্থ।
হাতির হামলায় বড়জোড়া এলাকার বহু গ্রামে কয়েক হাজার হেক্টর জমির স্বর্ণ ধান ওই হাতিরা খেয়ে মাড়িয়ে শেষ করে দিয়েছে ৷ এই স্বর্ণ ধান থেকেই তাদের শীতকালীন সবজি চাষের মূলধন জোগাড় হয়৷ তাদের আবেদন সরকার গোটা বিষয়টি মানবিকতা সাথে বিচার করে দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক।
শনিবার রাতে বড়জোড়া বন দফতর হুলা পার্টি দিয়ে হাতির দলটিকে বেলিয়াতোড় অভিমুখে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও এদিন ভোরে ফের সম্পূর্ণ দলটি সারাগড়ার জঙ্গলে ফিরে এসেছে। তাই ফের এলাকাবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ভীত সন্ত্রস্ত বিভিন্ন গ্রামবাসীরা কপালে দু’হাত তুলে বলছেন ‘অনেক হয়েছে! হাতি ঠাকুর এবার তুমি মানে-মানে বিদায় হও। আমরা তো এবার পথে বসতে চলেছি’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct