আপনজন ডেস্ক: প্রায় দেড় বছরের বেশি সময় পর করোনার বিধি-নিষেধ শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মাধ্যমে আজ মক্কা মুকাররমা ও মসজিদে নববীতে কোন ধরনের সামাজিক দূরত্ব ছাড়াই ফজর নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।
হারামাইন ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কাবা শরীফ ও মাকামে ইব্রাহীমের আশপাশের লাগানো করোনা সতর্কতার বিভিন্ন চিহ্ন সরিয়ে দেওয়া হয়েছে।
সামাজিক দূরত্ব উঠিয়ে দেওয়ার পর সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদ আল হারামে রবিবার থেকে পুরোপুরিভাবে করোনা বিধিমুক্ত পরিবেশে নামাজ আদায় করা চালু হয়েছে। করোনাভাইরাস মহামারি শুরুর পর প্রথমবারের মতো মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন।এর আগে কাবা ঘরের চত্বরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনামূলক মেঝের চিহ্নগুলি অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন পর কাবা শরীফ প্রাঙ্গণে নামাজ শুরুর আগে মসজিদ আল হারামের ইমামকে বলতে শোনা যায়, ‘দাঁড়িয়ে কাতার সোজা করুন, খালি স্থান পূরণ করুন।’
সরকারি সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরে মুল্লিদেরকে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা তুলে নেওয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদেরকে অবশ্যই করোনাভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহণ করতে এবং কাবা চত্বর এলাকায় মাস্ক পরতে হবে। সংস্থাটির রোববার সকালের ছবি ও ফুটেজে মুসল্লিদেরকে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। ২০২০ সালের পর প্রথমবারের মতো এমন দৃশ্য দেখা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct