আপনজন ডেস্ক: ফের উগ্র হিন্দুত্ববাদীদের কবলে পড়লেন এক মুসলিম তরুণী। এক ব্যক্তির পিছনে বসে স্কুটিতে করে যাচ্ছিলেন হিজাবধারী এক মুসলিম তরুণী। হিন্দু আরোহীর সঙ্গে যাচ্ছেন অভিযোগ স্কুটি থামিয়ে ওই তরুণীর হিজাব (বোরকা) জোর করে খুলে দিল কয়েকজন লোক। তরুণীটি প্রতিবাদ করার পর কান্নায় ভেঙে পড়েন। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যপ্রদেশের ভোপালের ইসলামনগরে।
জানা গেছে, হিজাবধারী এক মহিলা স্কুটির পিছনে বসে যাওয়র সময় পথ আটকে দাঁড়ায় কয়েকজন লোক। সন্দেহ হয় ওই তরুণী সে সউকটি চালকের পিছনে বসে যাচ্ছেন তিনি হিন্দু সম্প্রদায়ের। তাই ওই্ তরুণীকে স্কুটি থেকে নামতে বাধ্য করে হিজাব খুলে ফেলতে বলা হয়। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ওই মহিলাকে বলছেন, হিন্দু ব্যক্তির পিছনে বসে তিনি হিন্দু সম্প্রদায়ের অপমান করেছেন। ভিডিওটি ভাইরাল হলেও স্কুটি চালক সত্যিই হিন্দু সম্প্রদায়ের ছিলেন কিনা জানা যায়নি। তবে, পুলিশ কোনও মামলা দায়ের করেনি। অভিযুক্ত দুজনকে পুলিশ সতর্ক করে ছেড়ে দিয়েছে।
এক পুলিশ অফিসার আর এস বার্মা সংসবাদ সংস্থাকে জানিয়েছেন, বিকেলে ইসলামনগরে একজন পুরুষ ও মহিলা এসেছিলেন। কিছু লোক তাদের থামিয়ে তাকে হিজাব খুলে তার মুখ দেখাতে বলে। ওই লোকগুলির সন্দেহ হয় যে চালকটি হিন্দু এবং মেয়েটি মুসলিম।
তিনি আরও বলেন, কোনও মামলা দায়ের করা হয়নি কিন্তু ভিডিওতে দেখা দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাদের এই ধরনের কাজের পুনরাবৃত্তি না করার সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মাসে বেঙ্গালুরুতে এক মুসলিম মহিলা সহকর্মী হিন্দু সহকর্শীর স্কুটিতে করে যাওয়ার সময় তাকে হেনস্থা করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে সারা দেশজুড়ে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct