আপনজন ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও উৎসবের দিনে সপ্তমীর সকালে শারদীয়া বুক স্টলের উদ্বোধন হল জয়নগর ঢোসা বাজার মোড়েতে। এছাড়া জয়নগর, কুলতলি, গোসাবা, বাসন্তী, ক্যানিং, রায়দিঘি, এসইউসিআই কমিটির উদ্যোগে এই বুক স্টলের উদ্বোধন হয়। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর কেন্দ্রে প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর এদিনের বুক স্টল-এর উদ্বোধন করেন ধোসা বাজারে।
এছাড়া তিনি বলেন আমরা চাই মার্কসবাদ লেনিনবাদের আদর্শকে মানুষের মাঝে নিয়ে গিয়ে অসাম্যের বাতাবরণ কে দূর করতে। উদ্বোধনী বক্তব্যে সুজিত নস্কর বলেন গোটা বাংলা জুড়ে মানুষ যখন উৎসবের আনন্দে মাতোয়ারা তখন উৎসবের আনন্দকে ম্লান করে দিয়ে বাংলার দক্ষিণ অংশে বহু মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘরবন্দি। গোটা রাজ্যজুড়ে প্রতিবছর উৎসবের দিনে আমরা পার্টির উদ্যোগে বুক স্টলের আয়োজন করি। মার্কসবাদী চিন্তাধারা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে এই বুক স্টলের আয়োজন বলে জানান। আমরা চাই মতাদর্শগত চর্চার কেন্দ্র হয়ে উঠুক এই বুক স্টল গুলি।
এবছর পার্টির সব স্তরের সম্মেলন চলছে জনগণের মধ্যে পার্টির বক্তব্যকে আরো বেশি করে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে ছোট ছোট ইস্যু ধরে বড় সমাবেশ করে স্থায়ী সমাধানের লক্ষ্যে জনগণকে সংগঠিত করার আহ্বান জানান তিনি। উৎসবের দিনে জয়নগর ঢোষা বাজার মোড়ে এই বুক স্টল উদ্বোধন কে ঘিরে পার্টির সদস্য সমর্থক দরদী বিভিন্ন গণ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct