সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়: বিশ্বজুড়ে ১৫ অক্টোবর পালন করা হয় হাত ধোয়া দিবস। দিবসটিকে স্মরণ রেখে ভাঙড়ে পালিত হল বিশ্ব হাত ধোয়া দিবস। কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় ও বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে শুক্রবার পাঁচগাছিয়ার পূজো মন্ডপ চত্ত্বরে হাত দিবস পালন করা হয় ।এদিন কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মন্ডপ চত্ত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস সম্বলিত প্লাকার্ড হাতে মিছিল বার করে। পাশাপাশি নাটকের মাধ্যমে হাত ধোয়ার তাৎপর্য তুলে ধরে তারা। খাওয়ার আগে ও পরে ভালো ভাবে দু’হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন করেন তারা। মন্ডপ চত্ত্বরে হাত ধোয়ার বেসিন ও জলের ব্যাবস্থা করে বিদ্যালয় ও পূজো কমিটি। সেখানে অনেকেই দিবসটির গুরুত্ব বুঝে হাত ধুয়ে সচেতনতার প্রমাণ দেন।কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জার্জিজ হোসেন বলেন, “ আমরা চাই, সুস্থ, রোগমুক্ত সমাজ। তারজন্য হাত ধোয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ভীষণ দরকার।”
পাঁচগাছিয়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক শাহানুর ইসলাম বলেন, “এই ধরনের সচেতনতামূলক দিবস উৎযাপন অনুষ্ঠান ভীষণ প্রয়োজন। যদি পাঁচটা মানুষও সচেতন হন তাহলে সেটা অনেক বড় ব্যাপার। অন্য বিদ্যালয় গুলোকেও এই ধরনের সচেতনতামূলক দিবস পালনের আহ্বান জানাচ্ছি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct