জাহাঙ্গির দেওয়ান, মগরাহাট: আশির দশকে ইসলামি গবেষণা পত্রিকা হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছিল ‘তালিম’ পত্রিকা। তার সম্পাদনা করতেন বিশিষ্ট আলেম ও হাদিস বিশারদ মাওলানা আব্দুল হামিদ কাসেমি। কালের অতলে সেই পত্রিকা হারিয়ে গেলেও ফের সেই ধরনের গবেষণা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলেন মাওলানা হামিদ কাসেমি। এ উপলক্ষে ১৪ অক্টোবর মগরাহাটের মাদ্রাসা তবলিগুল উলুমের রমযানিয়া মসজিদের দ্বিতল ভবনে মূলত দক্ষিণ ২৪ পরগনা জেলার লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের নিয়ে এক বৈঠক করা হল। ‘হক্কানী রাইটার্স পরিষদ’-এর
ডাকে আয়োজিত এই এই বৈঠকে বিশিষ্ট মুফতি লিয়াকত আলির সভাপতিত্বে মূল আলোচনার বিষয় ছিলও ইসলামী গবেষনা পত্রিকা প্রকাশের উদ্যোগ, যাতে মানুষের মধ্যে প্রকৃত ইসলামের বার্তা পৌঁছানো যায়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
এ উপলক্ষে বিভিন্ন বক্তা নানা কথা তুলে ধরেন। মাওলানা আব্দুল হামি কাসেমি বলেন, হাদিস বা ইসলাম বিশেষজ্ঞরা কলম না ধরলে ইসলামের প্রকৃত বাণী মানুষের কাছে পৌঁছবে না। তাই মানুষের মনে ইসলাম সম্বন্ধে ভ্রান্ত ধারণা দূর করতে আলেম সমাজকে কলম ধরতে হবে। কারণ, কুরানের প্রথম বাণী হচ্ছে ‘ইকরা’ বা পড়। কুরআনের আয়অতে বলা হয়েছে, ‘পড় তুমি প্রভুর নামে’। সৃষ্টির বহুকাল আগে আল্লাহ এই কলমকে সৃষ্টি করেছেন, আর এই কলম দিয়ে সমস্ত মানুষের সমস্ত ধরনের জ্ঞান দিয়েছেন যা তারা জানত না। বিজ্ঞানের উত্থান-পতন দুটোই সংঘটিত হয়েছে সমাজে কিন্তু কলমের পতন হয় না। কেয়ামতের দিন শহীদের রক্ত এক পাল্লায় দিলে জ্ঞানীর কলমের কালি আরেক পাল্লায় দিলে জ্ঞানীর কলমের কালি ভারী হয়ে যাবে। জ্ঞানীর এক কলম কালির গুরুত্ব অনেক বেশি। অন্য জাতিরা কলম শক্তি দিয়ে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের এগিয়ে যেতে গেলে কলম শক্তি একমাত্র সম্বল। অতএব যোগ্য কলামিস্ট তৈরি করাই হল আমাদের সংগঠনের প্রথম ও প্রধান কাজ। সেটাই পাথেয় করে ইসলামি গবেষণায় তরুণ থেকে শুরু করে প্রবীণ আলেমদের ইগেয় আসার আহ্বান জানান। অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন বর্তমান সময়ে ইসলামি ফিতনা নিয়ে জ্ঞানগর্ভ আলোচন করেন। ইসলাম সম্বন্ধে বিকৃত ধারণা প্রচারের পলে মানুষের মনে ইসলামের প্রকৃত মর্মকথা দূরে সরে যাচ্ছে বলে তিনি অভিহিত করেন। এ ব্যাপারে পাশ্চাত্য থেকে শুরু এ দেশেরবিভিন্ন উপমা তুলে ধরেন।
ভাঙড়ের বিশিষ্ট আলেম মাওলানা কওসার বলেন, ঐক্যবদ্ধভাবে কলমশক্তির মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব। পরিশেষে মাওলানা আব্দুল হামিদ কাসেমীর আহ্বানে ও মগরাহাট মাদ্রাসা তাবলীগুল উলুম-র তত্ত্বাবধানে হাফেজ সাইফুল্লাহর আতিথেয়তায় একটা সুন্দর মনোরম পরিবেশে এই বৈঠক সম্পন্ন হয়।
সভাটি সুষ্ঠু ও সুন্দর সঞ্চালন করেন বহু গ্রন্থপ্রণেতা মুফতি হাবিবুর রহমান কাসেমী। মুফতি জুবায়ের মাজাহেরী, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, কওসার আলি, আজিজুল হক, জাহাঙ্গির দেওয়ান, আবুল বাশার হালদার, হাজী জিল্লুর রহমান, আব্দুল খালেক, মুফতি আব্দুর রহিম, মুফতি আতিকুর রহমান, মুফতি আতাউল্লাহ, মাওলানা ইদ্রিস নাদভী প্রমুখদের নিয়ে বিশেষ কমিটি গঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct