আপনজন ডেস্ক: সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো-র বিজ্ঞানী-ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা ২০১৯ সালের ফল প্রকাশিত হয়েছে। তাতে প্রথম স্থান অধিকার করেছেন দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক মুহাম্মদ কাসিফ। তবে এই পরীক্ষায় জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন, অমিত কুমার ভরদ্বাজ, আরিব আহমদ ও মুহাম্মদ জামশেদ খান।
ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড-২০১৯ এসসি স্তরের বিজ্ঞানী নির্বাচনের জন্য ২০২০ সালের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা পরিচালনা করে। আর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার এ বছরের জুলাই মাসে অনুষ্ঠিত হয়।
কাসিফদের এই সাফল্য নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য প্রফেসর নাজমা আখতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই সাফল্যে তাদেরকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন এটি অন্যান্য শিক্ষার্থীদের গবেষণায় ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে এবং নিজের শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে।
সম্প্রতি ঘোষিত এনআইআরএফ-এর র তালিকায় জেএমআই বিশ্ববিদ্যালয় বিভাগে গত বছরের দশম থেকে চার ধাপ উঠে এ বছর ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct