সজিবুল ইসলাম, ডোমকল: নানা ভাষা, নানা মত, নানা পরিধান ;
বিবিধের মাঝে দেখো মিলন মহান।"
কবির ভাষায় আসমুদ্র হিমাচল নিয়ে এই বিশাল দেশের নানা ভাষা নানা মত নানান ধর্মের মানুষ যুগযুগ ধরে সৌভাতৃত্বের বন্ধনে এই ভারতবর্ষকে করেছে সমৃদ্ধ। যদিও কখনও কখনও এই বন্ধনকে ছিন্ন করার অপচেষ্টা হয়েছে।
সম্প্রীতির বার্তা দিতে জামায়াতে ইসলামী হিন্দ জলঙ্গি ব্লকের পরিচালনায় জলঙ্গির সুধীর সাহার মোড়ে সম্প্রীতি স্টলের আয়োজন করা হয়,এই স্টলে মানুষের জমায়েত চোখে পড়ার মতো ছিল।
তাই একে অপরের মেল বন্ধনে এক উন্নত সম্প্রীতি। ভ্রাতৃত্বের ভারত গড়ার লক্ষ্যে জামাআতে ইসলামী হিন্দ জলঙ্গি ব্লক এর এক অভিনব সম্প্রীতি স্টল এর আয়োজন করে। উৎসবে আগত সকল দর্শনার্থীদের বিনামূল্যে পানীয় জল, মাস্ক, স্যানিটাইজার, আন্তর্ধর্মীও বই পুস্তক, পবিত্র কোরআনের অনুবাদ কপি, ইসলামকে জানার ও বোঝার জন্য বিভিন্ন ধরনের বইপুস্তক,ফোল্ডার, হ্যান্ডবিল লিফলেট প্রভৃতি উপহার এর মাধ্যমে দাওয়া পেশ করা। যাতে করে একে -অপরের ধর্ম ও সংস্কৃতিকে জানার মধ্যে দিয়ে সম্প্রীতির বন্ধন আরও মজবুত হয়। এই উদ্যোগ কে সাধুবাদ জানাই সকল ধর্মের মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct