আপনজন ডেস্ক: এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গা পুজো মণ্ডপের থিম করেছে বুর্জ খালিফা। উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি যেন এক টুকরো দুবাইকে কলকাতায় নিয়ে এসেছেন। আর তাতেই বেজায় চটে গিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। পুজো মণ্ডপের আলোর ঝলকানি ও রোশনাইয়ে বিমানের ওঠানামার অসুবিধা হচ্ছে বলে তারা অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে। কলকাতা বিমানবন্দরের বিমান অবতরণের সময় বুর্জ খলিফা পূজা মন্ডপের স্পর্ট লাইটের আলো পাইলটদের অসুবিধার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ।
ইতিমধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে তিনটি আলাদা বেসরকারি বিমান সংস্থার পাইলটদের অভিযোগ জমা পড়েছে। এরপর কলকাতা বিমান বন্দর কতৃপক্ষ সরাসরি অভিযোগ দায়ের করেছে বিধান নগর পুলিশের কাছে। প্রসঙ্গত, এ বছর দুর্গা পূজায় সর্ব আলোচিত সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো সবাইকে টেক্কা দিয়েছে। দেবীকে সাজানো হয়েছে ৪৫ কেজি সোনার গয়না দিয়ে। তত্ত্বাবধানে রয়েছেন বিশাল সশস্ত্র পুলিশ বাহিনী। ব্যবহৃত হয়েছে স্পটলাইটের ঝলকানি। বিমানবন্দরের পাইলটরা অভিযোগ করেছেন, শ্রীভূমির পুজোর মন্ডপ এর স্পট লাইটের আলো এমন ভাবে বিচ্ছুরিত হচ্ছে যে রানওয়েতে ক্যাট আলো ঠিকমতো তাদের চোখে পড়ছে না। এবং তাতেই নাকি রয়েছে প্রাণের ঝুঁকির আশঙ্কা। বিধান নগর পুলিশের অনুরোধে মাননীয় সুজিত বসু আপাতত ওই সব আলো বন্ধ রেখেছেন, যেগুলি বিমানবন্দরের পাইলটদের কাজে সমস্যা সৃষ্টি করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct