আপনজন ডেস্ক: করোনার পর এবার বন্যা সমস্যার মুখোমুখি হয়েছে চিন। চিনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শ্যানশি এখন বন্যার জলে ডুবে রায়েছর। এর ফলে ওরে সতেরো লাখ ষাট হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
জানা গেছে, গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে প্রদেশটির ৭০টিরও বেশি জেলা ও শহরে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিবেশী হেনান প্রদেশে অতিরিক্ত বৃষ্টিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর তিন মাসের মধ্য শ্যানশিতে বন্যা দেখা দিল। ভারী ও দীর্ঘায়িত বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে উদ্ধার প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে বলে চীনের আবহাওয়া প্রশাসন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১ লাখ ২০ হাজারেরও বেশি লোককে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়ে পুনর্বাসিত করা হয়েছে এবং শ্যানশি প্রদেশ জুড়ে ১৭ লাখ ঘরবাড়ি ধসে পড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct