অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: দুর্গাপূজায় ইভটিজিং রুখতে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে শুরু মহিলা পুলিশের দ্বারা পরিচালিত ঈগল স্কোয়ার্ডের অভিযান। ইতিমধ্যে সূচনা হয়ে গিয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসবের। তার আগেই দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পূজা গাইড ম্যাপের উদ্বোধন করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, পুজোর দিন গুলিতে ইভটিজিং রুখতে থাকছে সুপার ঈগল স্কোয়াড।
এই স্কোয়াড এর তরফে শহরের অলিগলিতে চলবে টহলদারি। সব মিলিয়ে পুজোর চার দিন বালুরঘাট শহর জুড়ে অপ্রীতিকর ঘটনা বা ইভটিজিং রুখতে বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ। ইতিমধ্যে মহিলাদের দ্বারা পরিচালিত ঈগল বাহিনীর অভিযান শুরু হয়ে গেছে শহর জুড়ে। ছিনতাই, পকেটমারি বা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার-নিগ্রহের ঘটনায় নজর রাখছেন তাঁরা। মূলত পুজোতে মহিলাদের নিরাপত্তা কথা মাথায় রেখেই জেলা পুলিশের পক্ষ থেকে এই স্কোয়াড তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ঈগল বাহিনীর মহিলা পুলিশ বাহিনী মোটর বাইকে, স্কুটি করে নজরদারি চালাতে শুরু করেছে। মূলত সন্ধ্যার পর থেকে বিশেষভাবে শহরে নজরদারি চালাচ্ছে তারা। সুতরাং,ঠাকুর দেখতে বেরিয়ে কোন মহিলাকে দেখে কুরুচিকর কোনও মন্তব্য করে ফেললে এবার কিন্তু বিপদে পড়তে পারেন রোমিওরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct